সাফারি পার্কের সেই ছবির কী ব্যাখ্যা দিলেন সাকিব?

সাকিব আল হাসান তখন কানাডায়। ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় দিন কাটাচ্ছিলেন তিনি। এদিকে বাংলাদেশে গণঅভ্যুত্থান তুঙ্গে। রাজপথে যখন মানুষ মরছে, চুপ করে ছিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব। তাতে মানুষের যতটা ক্ষোভ ছিল, তারচেয়ে বেশি ক্ষুব্ধ হয় সাকিবের স্ত্রী শিশিরের দেওয়া ফেসবুক স্টোরি দেখে।
গত বছর ২ আগস্ট সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্টোরিতে দেখা যায়, কানাডার টরোন্টোতে সপরিবারে ঘুরতে বের হয়েছেন সাকিব। একাধিক স্টোরিতে টরোন্টোর কোনো একটি উদ্যানের পশুপাখির ছবি এবং সন্তানের সঙ্গে হাসিমুখে সাকিবকে দেখা যায়। লিখেছিলেন, টরোন্টোতে একটি ভালো দিন কাটল।
উত্তাল অভ্যুত্থানের সেই সময়টায় এই একটি পোস্ট সাকিবের প্রতি মানুষের ভালোবাসাকে পরিণত করে প্রবল ঘৃণায়। যার জেরে জাতীয় দলের দরজাও বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের। দীর্ঘ ৮ মাসের বেশি সময় পর সাকিব মুখ খুলেছেন ছবিটি নিয়ে। দেশের একটি ইংরেজি দৈনিকে আজ বুধবার (১৬ এপ্রিল) প্রকাশিত সাক্ষাৎকারে ছবিটি নিয়ে কথা বলেন সাকিব।
সাকিব বলেছেন, ‘আমি তখন দেশের বাইরে ছিলাম। ছবিটি কানাডায় তোলা। আমি নিজে এটি পোস্ট করিনি। তবুও, এর দায়ভার নিচ্ছি। আগে থেকে ঠিক করা পারিবারিক ভ্রমণ ছিল এটি। এখন বুঝতে পারছি, একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি তা স্বীকার করে নিচ্ছি।’