বিশ্বকাপে সুযোগ পাওয়া মেয়েদের কী বললেন বিসিবি সভাপতি?

উৎকণ্ঠা আর নাটকের জন্ম দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ। অল্পের জন্য বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। যাতে কপাল খোলে নিগারদের। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের এমন সাফল্যে আনন্দিত বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বিশ্বাস করেন মূলপর্বে ভালো করবে নারীরা। বিসিবির পক্ষ থেকে পাঠানো অভিনন্দন বার্তায় মেয়েদের সাফল্যের পেছনে থাকা কারিগরদেরও শুভকামনা জানান ফারুক।
বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের নারী দলকে আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি। পর্দার আড়ালে থেকে অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে। খেলোয়াড়দের প্রস্তুতিতে মনোযোগ দিতে ও শক্ত থাকতে অনুরোধ করছি। বিসিবি আপনাদের পাশে আছে। আপনারা যাতে সম্ভাব্য সেরা অবস্থায় টুর্নামেন্টে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করব। আমরা আপনাদের প্রতিভা ও সম্ভাবনার ওপর বিশ্বাস রাখি।’
বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে ৫ জয়ে সবার ওপরে পাকিস্তান। সমান ৫ ম্যাচে তিনটি করে জয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের রানরেট ০.৬৩৯, উইন্ডিজদের ০.৬২৬! দশমিকের মারপ্যাঁচে জিতে লাল-সবুজের প্রতিনিধিরা ধরবে ভারতের বিমান।