দ্বিতীয় সেশনে বাংলাদেশ পেয়েছে কেবলই হতাশা

প্রথম সেশনে যেখান থেকে শেষ করেছে জিম্বাবুয়ে, দ্বিতীয় সেশনে সেখান থেকেই যেন শুরু সফরকারীদের। সিলেট টেস্টের প্রথম দিনেই অলআউট হওয়ার শঙ্কায় বাংলাদেশ। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান। ক্রিজে আছেন জাকের আলী অনিক (১০*) ও হাসান মাহমুদ (৪*)।
প্রথম সেশনে ২ উইকেটে ৮৪ রান করা বাংলাদেশ দ্বিতীয় সেশনে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৭০ রান। ব্লেসিং মুজারাবানির বলে ওয়েসলি মাদেভিরের দারুণ ক্যাচে পরিণত হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪০ রান করে ধরেন সাজঘরের পথ। এরপরই শুরু হয় আসা যাওয়ার মিছিল।
৯৮ রানে ৩ উইকেট হারানোর পর মুমিনুল হককে সঙ্গ দিতে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু, থিতু হতে পারেননি তিনিও। মাত্র ৪ রান করে ওয়েলিংটন মাসাকাদজার বলে ব্রায়ান বেনেটের তালুবন্দি হন মুশফিক। ফিফটির পর বিদায় নেন মুমিনুলও। ৫৬ রান আসে তার ব্যাট থেকে। ১ রানে আউট হয়ে বিপদ বাড়ান মেহেদী হাসান মিরাজ।
এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (২০ এপ্রিল) টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।