ব্রাজিলের কোচই হচ্ছেন আনচেলত্তি?

বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে হেরেছে রিয়াল মাদ্রিদ। এগিয়ে গিয়েও হারের ব্যবধান ৩-২। এল ক্ল্যাসিকো উত্তেজনা ছাড়াও এই ম্যাচে চোখ ছিল ভিন্ন কারণে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে ম্যাচটি, এমন মতই দিয়েছেন ফুটবল সংশ্লিষ্ট অনেকে।
ভালো খেলেও শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছে রিয়ালকে। তাতে আলাপ উঠেছে, আনচেলত্তি থাকছেন কি না। ব্রাজিলের কোচ হওয়ার পথে বেশ এগিয়ে আছেন তিনি। তবে সংবাদ সম্মেলনে এসে আনচেলত্তি জানালেন, হতে পারে যেকোনো কিছু।
ম্যাচ হারের পর আজ রোববার (২৭ এপ্রিল) মাদ্রিদ কোচ বলেন, ‘যেকোনো কিছু হতে পারে। আমি মাদ্রিদে থাকতে পারি, অথবা চলে যেতে পারি। আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’
এর আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর আনচেলত্তি বলেছিলেন, ‘কোচ পরিবর্তনের বিষয়টি পুরোপুরি ক্লাবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটা আগামীকাল হতে পারে, ১০ দিন, এক মাস অথবা এক বছরও হতে পারে। আবার আগামী মৌসুমে আমার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও হতে পারে। এতে আমি সমস্যা দেখছি না। যেদিন এই ক্লাব ছেড়ে যাব, মাদ্রিদকে ধন্যবাদ জানাব। ক্লাবের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ।’
এদিকে, আনচেলত্তিকে পেতে সব ধরণের চেষ্টাই চালিয়ে যাচ্ছে ব্রাজিল। দরিভাল জুনিয়রের পর নতুন কোচ হিসেবে প্রথম পছন্দ এই ইতালিয়ান। যদিও, আনচেলত্তির দিক থেকে সেভাবে সাড়া মেলেনি এখনও।