এমবাপ্পে-ভিনিসিয়াস ম্যাজিকে রিয়ালের আরেকটি জয়

নতুন মৌসুমে নতুন শুরু রিয়াল মাদ্রিদের। স্কোয়াড নির্বাচনেও চমক দেখালেন জাবি আলোনসো। অচেনা মাঠে, অচেনা প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিতে কষ্ট হয়নি মাদ্রিদের। কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াস জুনিয়র ম্যাজিকে লিগে প্রমোশন পাওয়া ওভিয়েদোকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল লস ব্লাঙ্কোরা।
রোববার রাতে (২৫ আগস্ট) লা লিগার ম্যাচে ওভিয়েদোর বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। একবার জাল খুঁজে নিয়েছেন ভিনিসিয়াস।
দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
বৃত্তের বাইরে গিয়ে এ ম্যাচে শুরুর একাদশ সাজান আলোনসো। রিয়ালের একাদশে অনেকটা অটো চয়েস হয়ে যাওয়া ভিনিসিয়াস জুনিয়রকে বসিয়ে বাঁ দিকে নামান রদ্রিগোকে। আলোনসোর বড় চমকটা ছিল ডান উইংয়ে। কদিন আগে দলে ভেড়ানো আর্জেন্টিনার ১৮ বছর বয়সী ফ্রাংকো মাস্তানতুয়োনোকে প্রথমবার শুরুর একাদশে জায়গা করে দেন তিনি।
ম্যাচে অনেকটা আধিপত্য করেই খেলেছে রিয়াল। ৬৫ শতাংশ বল দখলে রেখে গোলের ২৬টি শট নিয়েছে এমবাপ্পে-রদ্রিগোরা। এর মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছ ১০টি শট। বিপরীতে ওভিয়েদো ৬টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে ৩টি শট।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখালেও গোলমূখে গিয়ে আটকে যাচ্ছিল এমবাপ্পে-রদ্রিগো-মাস্তানতুয়োনোরা। তবে ৩৭ মিনিটে আর আটকে রাখতে পারেনি লো-ব্লক ডিফেন্সিভ খেলা ওভিয়েদো। আরদা গুলার বল দেন এমবাপ্পেকে। ফরাসি স্ট্রাইকার টার্ন নিয়ে বল জড়িয়ে দেন জালে।
প্রথমার্ধের সেই গতি দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি রিয়াল। কিছুটা ধীরগতির ফুটবল দেখা যায় রিয়ালের কাছে। প্রতি আক্রমণে খেলা ওভিয়েদো এই সুযোগে আক্রমণ গোছানোর চেষ্টা করে। তবে, ততক্ষণে ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেন বদলি নামা ভিনিসিয়াস আর এমবাপ্পে জুটি। ৮৩ মিনিটে ভিনিসিয়াসের যোগান থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। সেই সঙ্গে নিজের দ্বিতীয় গোলে নাম লেখান তিনি।
যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়াস নিজেও। ম্যাচের গোল ছিল বোধহয় এটিই। ব্রাহিম দিয়াজ খুঁজে নেন বক্সের মুখে থাকা ভিনিসিয়াসকে। তিনি বল ফাঁকায় থাকা অবস্থায় পেলেও ততক্ষণে ঘিরে ধরেন ওভিয়েদোর পাঁচজন ডিফেন্ডার। সবার মাঝখান দিয়ে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন ভিনি। এতে ৩-০ গোলের জয় নিয়ে ঘরে ফিরল রিয়াল।