কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে?
চোটের কারণে মাঠের বাইরে আছেন তাসকিন আহমেদ। বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে গিয়েছেন দেশের বাইরে। লন্ডনে তিনজন বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নেওয়ার পর জানা গেছে তাসকিনের বর্তমান অবস্থা। কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে ছিল কৌতূহল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তাসকিন। সুস্থ হয়ে ফিরতে কমপক্ষে এক মাস সময় লাগবে দেশসেরা এই পেসারের। সব ঠিক থাকলে আগামী জুনে ফিট হবেন তিনি।
লন্ডনে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিন। স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞদের দেখানোর পর তারা সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। সেটি পর্যবেক্ষণ করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী। তিনিই জানালেন, তাসকিনের এক মাস সময় লাগার ব্যাপার।
আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে দলে নেই তাসকিন। বিসিবির আশা, জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে তাকে দলে পাওয়া যাবে। তাসকিনকে নিয়ে আপাতত তাই কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। বরং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য সব ধরণের সহযোগিতা করা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে।