চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে যা বললেন তাসকিন

বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র তাসকিন আহমেদ৷ মাঠের ক্রিকেটে যেমন বল হাতে সৌন্দর্য ছড়ান, রূপেও ঘুম কেড়ে নেন অসংখ্য নারীর৷ অনেকেই তাসকিনকে তুলনা দেন নায়কদের সঙ্গে। বাংলাদেশ দলের এই গতি তারকাকে বিজ্ঞাপনে অভিনয় করতে নিয়মিতই দেখা যায়।
বিজ্ঞাপন নয়, চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে কী করবেন তাসকিন? রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আজ রোববার (১৬ মার্চ) সেই প্রশ্নের উত্তর দিলেন তাসকিন। বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক এইচবির একটি অনুষ্ঠানে উপস্থিত হন তাসকিন। সেখানেই অভিনয়ের প্রসঙ্গ উঠে আসে।

তাসকিন উত্তর দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। উপস্থাপিকার করা অভিনয়ের প্রস্তাব লুফে নেওয়ার প্রশ্নে তাসকিন বলেন, ‘আমি তো অবশ্যই অভিনয় করতে চাই। তবে, সবার আগে শাকিব (শাকিব খান) ভাই আমাকে বলবে, আগে ভালোভাবে খেলে রিটায়ার্ড করো। তারপর অভিনয়ের কথা ভাবা যাবে।'
তাসকিন বর্তমানে ব্যস্ত আছেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ নিয়ে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে স্থান পাওয়া একমাত্র ক্রিকেটার তাসকিন।