পাকিস্তানের ব্যাপারে কড়া বার্তা ভারত কোচের

ভারত-পাকিস্তানের বৈরিতার মাত্রা বাড়ছে দিন দিন। পেহেলগামে সন্ত্রাসী হামলায় দুই দেশেই যুদ্ধ যুদ্ধ ভাব বিরাজ করছে। এমন অবস্থায় ভারত ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর জানালেন, পাকিস্তানে খেলতে যাওয়াই উচিত না ভারতের। খবর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের।
পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন খেলতে যায় না ভারত। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জল কম ঘোলা হয়নি। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আইসিসি টুর্নামেন্টে বাধ্যবাধকতা না থাকলে ভারত যে পাকিস্তানের সঙ্গে খেলত না, তা খোলাখুলিই জানিয়েছেন দেশটির একাধিক তারকা ক্রিকেটার।
গম্ভীরও কথা বললেন একই সুরে। ভারতের কোচ বলেন—‘আমাকে যদি বলা হয় পাকিস্তানে খেলতে যাওয়ার কথা, আমার উত্তর হবে, না। স্পষ্ট করেই তা বলতে চাই। ভারতীয় দলেরও পাকিস্তানে খেলতে যাওয়া উচিত না। এই সন্ত্রাসী হামলা শেষ না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে কিছুই হওয়া উচিত নয়।’
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে এর আগে ভারতে বন্ধ করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার। পিএসএল ভারতে সম্প্রচারের স্বত্ব পেয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক। শুধু তাই নয়, ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের ওয়েবসাইট থেকে সূচি, স্কোরকার্ড, ধারাবিবরণীসহ ২০২৫ পিসিএলের সব তথ্য সরিয়ে নিয়েছে।