ঢাকায় নামতে পারেনি বাংলাদেশ দলের ফ্লাইট

ভারতে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের। আজ মঙ্গলবার (২০ মে) ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল দল। কিন্তু, ঢাকায় নামতে পারেনি ফ্লাইটটি। বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ দলকে বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে ফিরে গেছে কলকাতায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবহাওয়া খারাপ হওয়ায় ফ্লাইটটি অবতরণের ঝুঁকি নেয়নি। কখন দেশে ফিরবে যুবারা, সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এবারের সাফে বাংলাদেশ দারুণ খেলে ফাইনালে উঠেছিল। তবে, টাইব্রেকারে ভারতের কাছে হেরে স্বপ্ন ভাঙে যুবাদের। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে এই নিয়ে চতুর্থবার ফাইনাল খেলে বাংলাদেশ। প্রতিবারই অবশ্য তরী ডুবেছে তীরে এসে।
ফাইনালে হারলেও পুরো আসরে নিজেদের প্রতিভার ঝলক দেখায় বাংলার যুবারা। বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী তরুণদের আগামীর ভবিষ্যৎ হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে, এরাই যখন জাতীয় দলে আসবে, তখন আরও পরিণত হবে।