লম্বা সময় পর আর্জেন্টিনার অনুশীলনে মেসি

ক্যারিয়ারের সায়াহ্নে এসে যেন ইনজুরি চেপে ধরছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। গত বছর থেকে বেড়েছে সেই প্রবণতা। যে কারণে আর্জেন্টিনার জার্সিতে সর্বশেষ সাত মাস দেখা যায়নি দলের প্রাণভোমরাকে। ছিলেন না চলতি বছরে শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও। ইনজুরির থাবা মাড়িয়ে আবারও আলবিসেলেস্তেদের স্কোয়াডে ফিরেছেন মেসি। যোগ দিয়েছেন অনুশীলনে।
চলতি মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই প্রস্তুতি সারতে লিওনেল স্কালোনির অধীনে অনুশীলন শুরু করে দিয়েছে আর্জেন্টিনা দল। মঙ্গলবার (৩ জুন) অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। এরপর মাঠে নেমে পড়েছেন নিজেকে ঝালিয়ে নিতে।
ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের বাছাইপর্বের বাকি ম্যাচগুলো তাই আলবিসেলেস্তেদের জন্য আনুষ্ঠানিকতা রক্ষার। আগামী ৬ ও ১১ জুন দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচ দুটিকে সামনে রেখে গত ৩১ মে শনিবার ২৮ সদস্যের প্রাথমিক ঘোষণা স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
লিওনেল মেসিকে নিয়েই গড়া হয়েছে স্কোয়াড। চোটের কারণে সর্বশেষ ফিফা উইন্ডোতে দলে ছিলেন না এই মহাতারকা। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার স্থানীয় ক্লাবে খেলা মারিয়ানো ট্রয়লো ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। তবে, চোটের কারণে নেই আলেহান্দ্রো গার্নাচো ও অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। ২৮ জন থেকে ম্যাচের আগে চূড়ান্ত স্কোয়াড করা হবে ২৩ জনের।