শেষ দিনে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল ভারত

লর্ডসে চারদিন শেষেও টেস্টের আধিপত্য নিতে পারেনি কোনো দল। পঞ্চম দিনের রোমাঞ্চের অপেক্ষায় ম্যাচ। জয়ের সম্ভাবনা আছে দুই দলেরই। কিন্তু এমন রোমাঞ্চকর লড়াইয়ে নামার আগে দুঃসংবাদ শুনতে হলো ভারতকে। পঞ্চম দিনে মাঠে নামার আগেই শাস্তি পেলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। যেটা কিছুটা হলেও মানসিকভাবে পিছিয়ে রাখবে ভারতকে।
গতকাল রোববার (১৪ জুলাই) চতুর্থ দিনে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করে তাকে ধাক্কা মারা ও উত্তেজিত হয়ে কথাবার্তা বলায় শাস্তি পেয়েছেন সিরাজ। আচরণবিধি ভঙ্গের দায়ে সিরাজকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তাদের নামের পাশে।
গতকাল ইনিংসের ষষ্ঠ ওভারে সিরাজের বল পুল করেছিলেন ডাকেট। কিন্তু টাইমিং না হওয়ায় মিড অনে জাসপ্রীত বুমরাহ ক্যাচ ধরেন। সঙ্গে সঙ্গে ডাকেটের সামনে গিয়ে ‘কাম অন, কাম অন’ বলে চিৎকার করতে থাকেন সিরাজ। ভারতীয় পেসারের এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব না দিয়ে সাজঘরে ফিরে যাচ্ছিলেন ডাকেট। তখনই কাঁধ দিয়ে ডাকেটকে ধাক্কা মারেন সিরাজ। সেই অপরাধেরই শাস্তি পেতে হলো তাকে।
জরিমানার পরিমাণ হয়ত খুব একটা বড় কিছু না সিরাজের জন্য, তবে ডিমেরিট পয়েন্ট চিন্তায় ফেলে দেবে সিরাজকে। ২৪ মাসের মধ্যে এই ভারতীয় পেসারের এটা দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। আর দুইবার যদি তিনি ডিমেরিট পয়েন্ট পান তা হলে এক টেস্টের নিষেধাজ্ঞায় পড়তে হবে তাকে।