ফের নিয়মে পরিবর্তন আনতে চলেছে আইসিসি

গত মাসে ক্রিকেটের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেগুলো বাস্তবায়ন হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে। চলতি বছরে আবারও ক্রিকেটের নিয়মে পরিবর্তন আনতে চলেছে আইসিসি। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান ম্যানচেষ্টার টেস্টের প্রথম ইনিংসে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন রিশাভ পন্থ। পরে স্ক্যানে দেখা যায়, পায়ের পাতায় চিড় ধরা পড়েছে ভারতীয় এই ক্রিকেটারের। তবে দলের প্রয়োজনে ভাঙা পা নিয়েই ব্যাট করতে নামেন পন্থ। কারণ আইসিসির বর্তমান নিয়মে কনকাশন সাব ব্যতীত খেলোয়াড় বদলির নিয়ম নেই। অর্থাৎ কেউ যদি মাথায় গুরুতর আঘাত না পায় তাহলে তার পরিবর্তে কেউ ব্যাট বা বল করতে পারবে না।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরেই এই নিয়মে পরিবর্তন আনতে চলেছে আইসিসি। আইসিসির সুত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, গুরুতর বাহ্যিক ইনজুরির ক্ষেত্রে দলগুলো যেন সমমানের খেলোয়াড় পরিবর্তন করতে পারে, এ নিয়ে আলোচনা চলছে। আইসিসির পরবর্তী ক্রিকেট কমিটির বৈঠকে এটি অনুমোদিত হতে পারে।
এর আগে গত ২৫ জুন এক বিবৃতিতে আইসিসি নিজেই অবশ্য এই পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিয়ে রাখে। আইসিসির সদস্য দেশগুলোকে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড় বদলির নতুন নিয়ম পরীক্ষামূলক চালু করার জন্য বলে।
এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘যদি কোনো খেলোয়াড় ম্যাচ শুরুর পর (এমনকি ওয়ার্ম-আপের সময়ও) বাহ্যিকভাবে গুরুতর ইনজুরিতে পড়েন, তাহলে তার পরিবর্তে সমমানের আরেকজন খেলোয়াড় মাঠে নামানো যাবে, যিনি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- সব কিছুই করতে পারবেন।’
গুরুতর চোটে পড়া খেলোয়াড়ের বদলি নিয়ে কথা বলেছেন ইংরল্যান্ডের সাবেক তারকা মাইকেল ভনও। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে যদি কোনো ক্রিকেটার সত্যিই চোটে পড়েন, তাহলে তাকে পরিবর্তনের অনুমতি থাকা উচিত। কারণ এটি খেলার গতিপথ ও দর্শকের আনন্দ— দুটিই প্রভাবিত করে। প্রথম ইনিংস পর্যন্ত অনুমতি দিলে তা সবার জন্য ন্যায়সঙ্গত হবে।’