ওয়ানডে ক্রিকেটে বড় পরিবর্তন চাইলেন ক্লাসেন

ক্রিকেটের ব্যস্ত ক্যালেন্ডার এবং বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন সাবেক ক্রিকেটাররা। ঠিক সেই সময়টাতে ওয়ানডে ক্রিকেট নিয়ে মন্তব্য করলেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার হেনরিখ ক্লাসেন।
সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ানডে ক্রিকেট নিয়ে কথা বলেন ক্লাসেন। সেখানে ওয়ানডে ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ বাদ দেওয়ার কথা বলেন এই প্রোটিয়া তারকা।
হেনরিখ ক্লাসেন বলেন, ‘দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো বাদ দিলেই ক্যালেন্ডারে সবচেয়ে বড় পরিবর্তন হবে। এই সময়টা ব্যবহার করা যেতে পারে টেস্ট ম্যাচ বাড়ানোর জন্য— বিশেষ করে সেই দলগুলোর জন্য যারা খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। আর টি-টোয়েন্টি ক্রিকেট তো দর্শকরাই দেখতে চায়, তাই সেটাও বাড়ানো উচিত।’
তবে, ক্রিকেট বিশ্বে এখনো ওয়ানডে বিশ্বকাপের চাহিদা অনেক। তাই একদিনের খেলায় বিশ্বকাপের মহারণ রাখার পক্ষে তিনি। ক্লাসেন বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ রাখা যেতে পারে। আর বিশ্বকাপ শুরু হওয়ার এক মাস আগে প্রতিটি দল যেন পাঁচটি করে ওয়ানডে খেলে, যাতে সবাই সেই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারে। এতটুকুই যথেষ্ট।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনযোগ দিতে সম্প্রতি বেশ কিছু ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিংবা ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে দেখা গেছে। ক্লাসেন নিজেও মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাড়তি মনযোগ দিতেই ক্রিকেটাররা এমন সিদ্ধান্ত নিচ্ছেন। ক্লাসেনও সে কথা বলেছেন।
ক্লাসেন বলেন, ‘এই ফরম্যাটে খুব বড় কোনো পরিবর্তনের দরকার নেই। সমস্যা হবে আন্তর্জাতিক দলগুলোর দিক থেকে। যদি তারা তাদের আন্তর্জাতিক খেলোয়াড়দের যত্ন না নেয়, তাহলে সেই খেলোয়াড়রা অতিরিক্ত অর্থ আয়ের জন্য বিভিন্ন লিগে খেলার দিকে ঝুঁকবে। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের খেলোয়াড়রা ভালোভাবে যত্ন পায়, তাই তারা দুনিয়াজুড়ে ঘুরে লিগ খেলার প্রয়োজন বোধ করে না।’
ক্লাসেনের মতে, আইসিসির উচিত নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করে তাদের বিশ্রামের সুযোগ নিশ্চিত করা। তিনি সতর্ক করে দেন, ‘সব ফরম্যাট আর সব লিগ একসাথে খেলে কোনো ক্রিকেটারই টিকতে পারবে না। তাই এখন খেলোয়াড়রা বিশেষ কিছু ফরম্যাটকে বেছে নেয়। যারা সব ফরম্যাটে খেলে, তাদের পক্ষে লিগ খেলা সম্ভব নয়। তা না হলে শারীরিক ও মানসিকভাবে তারা ভেঙে পড়বে।’