বিসিবির ডাকে সাড়া দিলেন না মাহমুদউল্লাহ

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর বেশকিছু উদ্যোগ নিয়েছেন। স্থানীয়দের তুলে আনতে বিভিন্ন চেষ্টা করে যাচ্ছেন তিনি। তারই অংশ হিসেবে সাবেক ও বর্তমান মিলিয়ে ৩০জন ক্রিকেটারদের নিয়ে মিরপুরে দুই দিনব্যাপী ম্যাচ রেফারিং কর্মশালা আয়োজন করেছে বিসিবি।
আজ শনিবার (২৬ জুলাই) ছিল সেই কর্মশালার প্রথম দিন। বিসিবির এই ম্যাচ রেফারিং কর্মশালায় যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু বিসিবির ডাকে সাড়া দেননি তিনি।
চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ। চ্যাম্পিয়ন ট্রফি খেলে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বিদায় জানান তিনি। তবে, এখনো নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি।
মূলত আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চান মাহমুদউল্লাহ। যে কারণে বিসিবির ডাকে সাড়া দেননি তিনি। বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে কথা বলেছেন মাহমুদউল্লাহ। এই বিসিবি কর্তাকে তিনি জানিয়েছেন, ঘরোয়া লিগ থেকে অবসরের পর হয়তো আসতে পারেন এই পেশায়।
অবশ্য রেফারিং নয়, কোচিংয়ে আসতে চান এই অলরাউন্ডার। কয়েক দিন আগে গণমাধ্যমে তেমনটাই জানিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেময় তিনি জানিয়েছিলেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ক্যারিয়ার শেষে কোচিং করাতে চান।
এ নিয়ে বুলবুল বলেন, ‘এখানে বলা উচিত কি না জানি না। আমি বিসিবিতে জয়েন করার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে রান করব, ইনশাল্লাহ।’