পাওয়ারলিফটিংয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ

বাংলাদেশে উন্মুক্ত হচ্ছে পাওয়ারলিফটিংয়ে নতুন সম্ভাবনার দুয়ার। একটু একটু করে কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটছেন লিফটাররা। ইতোমধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে এশিয়ান পর্যায়ে। নিয়ে এসেছে পদক। খেলোয়াড়দের মধ্যে কাজ করছে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য নিয়ে আসার তাড়না।
গত জুলাইয়ে ‘এশিয়ান আফ্রিকান প্যাসিফিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫’- এ ৯টি স্বর্ণপদকসহ বাংলাদেশ জিতেছে একটি রোপ্য ও দুটি ব্রোঞ্জ পদক। যাতে আছে একটি এশিয়ান রেকর্ডও। খেলোয়াড়দের সম্মানিত করতে বাংলাদেশ পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজন করেছে সংবর্ধনা অনুষ্ঠান। রাজধানীর একটি রেস্টুরেন্টে শুক্রবার (১ আগস্ট) ‘টাইগারস মিট’ নামক অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।
বিপিএর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মমিনুল হকের সঞ্চালনায় সম্মাননা প্রদান করা হয় টুর্নামেন্টে পদকজয়ী চার অ্যাথলেটকে। তাসবিহুন নূর তুলনা, আরাফিউ সাদ, ফাহিম ফাইয়াজ আহমেদ মার্ক ও এশিয়ান রেকর্ড গড়া জাহিদ হোসেনের পাশাপাশি সম্মানিত করা হয় কোচ তাসিন মুনতাকা আলি ইবরানকে। তাসিন সম্প্রতি পাওয়ারলিফটিংয়ের আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর পরীক্ষায় পাস করেছেন।

অনুষ্ঠানে অ্যাথলেটরা নিজেদের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। আগামীতে পাওয়ারলিফটিংয়ে আরও বড় জায়গায় যাওয়ার স্বপ্ন দেখেন তারা। নিজেদের গড়ে তুলছেন সেভাবে।
সাধারণ সম্পাদক মমিনুল হক বলেন, ‘অন্যান্য খেলার তুলনায় আমাদের দেশে পাওয়ারলিফটিং খুবই ছোট। তবে, আন্তর্জাতিক পর্যায়ে আমরা অর্জন এনেছি। এখন আমাদের সামনে চোখ। আগামী চার মাসে চারটি বড় ইভেন্ট আছে। আমি মনে করি, পাওয়ারলিফটিং মানে কেবল ভার ওঠানো নয়, এটি বিশ্বমঞ্চে দেশকে তুলে ধরা।’