‘সেই পুরোনো’ ডি ভিলিয়ার্সের ব্যাটে চড়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবিডি ভিলিয়ার্স পরিচিত ‘মিস্টার ৩৬০’ হিসেবে। ব্যাট হাতে মাঠের যেকোনো প্রান্তে বল পাঠাতে পারদর্শী তিনি। অবসরের পরও বোলারদের শাসন করার ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। শনিবার (২ আগস্ট) তারকাদের লিগে ৪৭ বলে সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে জেতালেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অব লেজেন্ডস (ডাব্লিউসিএল) শিরোপা।
ডাব্লিউসিএলে ৫ ম্যাচে ৩ সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার শিরোপার জয়ে বড় অবদান রাখেন ডি ভিলিয়ার্স। টুর্নামেন্টটিতে তিনি সর্বোচ্চ ৪৩১ রান করেছেন। গতকালের ম্যাচের আগে ইংল্যান্ডের বিপক্ষে ৪১ বলে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ১১৬ করেছিলেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৪৬ বলে ১২৩ রান।
ইংল্যান্ডের এজবাস্টনে ফাইনালে গতকাল আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে। ওপেনার শারজিল খান সর্বোচ্চ ৪৪ বলে ৭৬ রান করেন। এছাড়া উমর আমিন ৩৬, আসিফ আলী ২৮ ও শোয়েব মালিক করেন ২০ রান।
জবাবে ডি ভিলিয়ার্সের ৬০ বলে ১২০ রানের সুবাদে ১৯ বল হাতে রেখেই ৯ উইকেটে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে জেপি ডুমিনির সঙ্গে ১২৫ রানের জুটি গড়েন তিনি। শিরোপা জয়ে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ২ লাখ মার্কিন ডলার এবং রানার্সআপ পাকিস্তান পেয়েছে ১ লাখ মার্কিন ডলার।
টুর্নামেন্টটিতে শিরোপা জয়ের পাশাপাশি ব্যাক্তিগত পুরস্কারের বেশিরভাগই গেছে ডি ভিলিয়ার্সের ঝুলিতে। ফাইনালে ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছে তার হাতে।