রুদ্ধশ্বাস জয়ে সিরিজ ড্র ভারতের

ওভালে শেষ টেস্ট জিততে হলে রেকর্ডের পাতা উলটপালট করতে হতো ইংল্যান্ডকে। কারণ এই মাঠে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতার রেকর্ড আর নেই। জোট রুট আর হ্যারি ব্রুকের ব্যাটে সেই পথেই হাটছিল ইংল্যান্ড। কিন্তু হঠাৎ ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। এই দুই ব্যাটার আউট হলে আর কেউ দলের হাল ধরতে পারেননি। রেকর্ডও গড়া হয়নি ইংল্যান্ডের। শেষ টেস্ট জিতে পাঁচ ম্যাচ সিরিজ ২-২ ব্যবধানে শেষ করল ভারত।
নিজেদের প্রথম ইনিংসে ২২৪ রান তুলেছিল ভারত। জবাব দিতে নেমে ইংল্যান্ড তুলেছিল ২৪৭ রান। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে স্কোরবোর্ডে ৩৯৬ রান যোগ করে ভারত।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। তবে, ৫০ রানেই ভাঙ্গে ওপেনিং জুটি। ১৪ রান করে বিদায় নেন জ্যাক ক্রলি। এরপর ফিফটি তুলে নিয়ে ফেরেন বেন ডাকেটও (৫৪)।
তবে, মাঝখানে প্রতিরোধ গড়ে তুলেন জো রুট আর হ্যারি ব্রুক। এই দুজন মিলে গড়েন ১৯৫ রানের জুটি। এই জুটিতে জয়ের পথে বেশ ভালোভাবেই এগুচ্ছিল ইংল্যান্ড। একসময় মনে হচ্ছিল জয় কেবল সময়ের ব্যাপার।
কিন্তু ওয়ানডে মেজাজে খেলা ব্রুককে ফিরিয়ে সব হিসাব-নিকাশ বদলে দেন আকাশ দ্বিপ। সেঞ্চুরি পার করে ৯৮ বলে ১১১ রান করে ফেরেন ব্রুক। দ্রুতই বিদায় নেন জো রুটও। ১০৫ রান করা রুটকে ফেরান মোহাম্মদ সিরাজ। এরপর ছোট-খাটো ব্যাটিং বিপর্যয়ে পরে ইংল্যান্ড। দ্রুতই ফিরে যান জ্যাকব বেথেল ( ৩১ বলে ৫), জেমি স্মিথ (২০ বলে ২), জেমি ওভারটনরা (১৭ বলে ৯)।
নবম ব্যাটার হিসেবে ০ রানে জস টং ফিরে গেলে সবাইকে অবাক করে দিয়ে ভাঙ্গা হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। গাস অ্যাটকিনসনকে সঙ্গ দেন তিনি।
অ্যাটকিনসন জয়ের আশা দেখালেও সিরাজের বলে বোল্ড হয়ে সব আশার পরিসমাপ্তি টানেন। তাকে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন ভারতীয় এই পেসার। ফেরার আগে ১৭ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস : ৬৯.৪ ওভারে ২২৪/১০
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৫১.২ ওভারে ২৪৭/১০
ভারত দ্বিতীয় ইনিংস : ৮৮ ওভারে ৩৯৬/১০
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ক্রলি ১৪, ডাকেট ৫৪, পোপ ২৭, রুট ১০৫, ব্রুক ১১১, বেথেল ৫, স্মিথ ২, ওয়ারটন ৯, টং ০, অ্যাটকিনসন ১৭, ওকস ০*; আকাশ ২০-৪-৮৫-১, কৃষ্ণা ২৭-৩-১২৬-৪, সিরাজ ৩০.১-৬-১০৪-৫, ওয়াশিংটন ৪-০-১৯-০, জাদেজা ৪-০-২২-০)