এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ

নানা জল্পনা-কল্পনা শেষে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। শুরুতে ভারতের আয়োজনের কথা থাকলেও সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের আসর। ইতোমধ্যেই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৯ সেপ্টেম্বর শুরু হবে আসর।
এশিয়া কাপ শুরুর এখনও এক মাসেরও বেশি সময় বাকি আছে। তার আগেই আজ সোমবার (৪ আগস্ট) প্রাথামিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড।
স্বাভাবিকভাবেই দলের নেতৃত্বে আছেন লিটন দাস। এই দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার আর টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের ঘোষিত এই স্কোয়াডের মধ্যে আজ অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ‘এ’ দলের পাঁচজন ক্রিকেটার আছেন। অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ সাইফ হাসান, হাসান মাহমুদ ও মোহাম্মদ নাঈম শেখ।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান আর হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ। টাইগারদের সবগুলো ম্যাচই হবে দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশের স্কোয়াড
ব্যাটার : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন।
অলরাউন্ডার: মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসাইন, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদি।
বোলার: তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানভীর ইসলাম।