জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন বেয়ারস্টো

ক্যারিয়ারের সেরা সময়ে ছিলেন বোলারদের জন্য এক আতঙ্কের নাম। বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন ক্রিকেট বিশ্বে। কিন্তু গত এক বছর হলো জাতীয় দলের বাইরে ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো। ২২ গজে ব্যাটহাতে ছন্দ হারিয়ে চলে গেছেন অনেকটাই আলোচনার বাইরে। আবারও জাতীয় দলে ফেরার বিষয়েও অন্য সবার চেয়ে ব্যতিক্রমী উত্তর দিলেন বেয়ারস্টো।
সর্বশেষ ইংল্যান্ডের জার্সিতে দেখা গিয়েছিল তাকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপেও খুব একটা ছন্দে ছিলেন না বেয়ারস্টো। ৬ ইনিংসে ব্যাট করতে নেমে করেছিলেন মোটে ১১৬ রান। ছিল না কোনো হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস ছিল। সেই বিশ্বকাপের ফাইনাল খেলে বাদ পড়েছেন আর সুযোগ পাননি।
বর্তমানে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ‘দ্যা হান্ড্রেডে’ ওয়েলশ ফায়ারের হয়ে খেলছেন বেয়ারস্টো। সবশেষ ম্যাচে সমান ৬টি চার আর ছক্কায় ৫০ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। তবুও জেতাতে পারেননি দলকে।
ম্যাচ শেষে বিবিসি স্পোর্টের সঙ্গে আলাপের সময় জাতীয় দলে ফেরা নিয়ে বেয়ারস্টোর ভাবনা জানতে চাওয়া হয়। জাতীয় দলে ফেরার বিষয়ে সংশয় আছে তার। বেয়ারস্টো বলেন, ‘দেখুন, যদি (ইংল্যান্ড দলে ফেরার) সুযোগ আসে, তাহলে আসবে। তবে আমি মনে করি, এটা নিয়ে সংশয়ের জায়গা আছে, কারণ এই বিষয়ে সত্যিই তেমন কিছু শুনিনি।’
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জার্সিতে ৮০ ম্যাচে মাঠে নেমেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ১৩৭.৫৩ স্ট্রাইকরেটে ১ হাজার ৬৭১ রান করেছেন তিনি। ১০টি হাফসেঞ্চুরি আছে তার নামের পাশে।
টেস্ট থেকেও বাদ পড়েছেন গত বছরই। মার্চে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের সবশেষ টেস্টটি ছিল ক্যারিয়ারের শততম। শততম টেস্ট খেলা ইংল্যান্ডের ১৭তম ক্রিকেটার বেয়ারস্টো। সাদা পোশাকে ১২ সেঞ্চুরিতে ৬ হাজার ৪২ রান করেন তিনি।
বেয়ারস্টো অবশ্য ওয়ানডের রঙিন পোষাক থেকে বাদ পড়েছেন আরও এক বছর আগে। ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে কপাল পুড়েছে বেয়ারস্টোর। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। ওয়ানডেতে ১০৭ ম্যাচ খেলে ১১ সেঞ্চুরিতে তার রান ৩ হাজার ৮৬৮।