র্যাঙ্কিং নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচে জয় পায় বাংলাদেশ। সিরিজ হারলেও সেই ম্যাচে জয়ের সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয় টাইগারদের। দশ নম্বর থেকে নয় নম্বরে উঠে আসে তারা। কিন্তু আজ সোমবার (১১ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়খরা কাটানোতে দুঃসংবাদ পেতে হয়েছে বাংলাদেশকে, র্যাঙ্কিংয়ে তারা পিছিয়ে গেছে এক ধাপ।
শ্রীলঙ্কা সিরিজের পর আর ওয়ানডেতে মাঠে নামেনি বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ ওপরে উঠেছে ক্যারিবিয়ানরা। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে মেহেদী হাসান মিরাজের দল নেমে গেছে ১০ নম্বরে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের প্রথম ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি ছয় দলকে বাছাইপর্ব পার করে যেতে হবে মূলপর্বে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হতে যাওয়া টুর্নামেন্ট জয়গা পেতে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকাটা তাই গুরুত্বপূর্ণ।
র্যাঙ্কিংয়ে প্রথম ১০ দলের মধ্যে আরো একটি পরিবর্তন এসেছে। ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান একধাপ পিছিয়ে নেমে গেছে ৫ নম্বরে এবং ১০৩ রেটিং পয়েন্ট শ্রীলঙ্কা উঠে এসেছে ৪ নম্বরে। যথারীতি ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষে আছে ভারত।