ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার

অবিশ্বাস্য রকমের এক ম্যাচ উপহার দিল কানাডা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ৫০ ওভারের ওয়ানডে ম্যাচ শেষ হলো মাত্র ৫ বলে। ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ক্রিকেটে এভাবেই উড়িয়ে দিয়েছে কানাডা। ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ২০২৫-এ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এমন কাণ্ড ঘটিয়েছে কানাডা।
যুব ওয়ানডেতে দ্রুততম তাড়ার রান তাড়ার রেকর্ড গড়লেও কানাডার নামের পাশে লেখা হবে না সেই রেকর্ড। কারণ কানাডা-আর্জেন্টিনার এই ম্যাচটি যুব ওয়ানডের মর্যাদা পায়নি। একই কারণে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের লজ্জার রেকর্ড থেকেও বেঁচে গেছে আর্জেন্টিনা।
২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ২২ রানে গুটিয়ে গিয়েছিল স্কটল্যান্ড। এখন পর্যন্ত যুব ওয়ানডেতে এটাই সর্বনিম্ন রানে অলআউটেরর রেকর্ড। স্কটল্যান্ডের সেই ২২ রান অস্ট্রেলিয়া পেরিয়ে গিয়েছিল ৩ ওভার ৫ বলে। এটাই এখন পর্যন্ত দ্রুততম রান তাড়ার রেকর্ড।
রোববার (১০ আগস্ট) টস জিতে ব্যাট করতে নেমে কানাডার বোলিং তোপের মুখে পড়ে আর্জেন্টিনা। ১৯.৪ ওভারে গুটিয়ে যায় মোটে ২৩ রানে। এর মধ্যে আবার ৭ রান এসেছে অতিরিক্ত থেকে। আর্জেন্টিনা অনূর্ধ্ব্-১৯ দলের সাত ব্যাটার ফিরেছেন শূণ্য হাতে ‘গোল্ডেন ডাক’ মেরে।
আর্জেন্টাইনদের গুড়িয়ে দেওয়ার নায়ক কানাডার বোলার জগমানদীপ পাল। ৫ ওভারে মেডেন নিয়েছেন তিনটি। সবমিলিয়ে ৭ রান খরচে শিকার ধরেছেন ৬টি।
রান তাড়ায় নেমে ব্যাটহাতে ঝড় তুলেন কানাডার জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরা। প্রথম চার বলেই সমান দুটি চার আর ছক্কা হাঁকান তিনি। অতিরিক্ত থেকে আসে ৩ রান। আর অন্য প্রান্তে ধর্ম প্যাটেল ছিলেন ১ রানে অপরাজিত। সবমিলিয়ে ৫ বলেই জয় তুলে নেয় কানাডা।
বাছাইপর্বে দুই ম্যাচ খেলে আর্জেন্টিনার বিপক্ষেই প্রথম জয় পেয়েছে কানাডা। এতে দুই ম্যাচে এক জয় আর এক হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা। দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব–১৯। তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। এক জয় ও এক হার নিয়ে রান রেটে তৃতীয় বারমুডা, আর দুই হারে সবার নিচে আর্জেন্টিনা।