সোহানদের অস্ট্রেলিয়া সফরের খেলা দেখাবে যে টিভি

টপ অ্যান্ড টি-টায়েন্টি টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ‘এ’ দল। গত বছর এই টুর্নামেন্টের রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচগুলো দেখতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে দেশের ক্রিকেট ভক্তদের। তবে এবার আর সেই ঝামেলা পোহাতে হবে না। সহজেই ঘরে বসে দেখা যাবে নুরুল হাসান সোহানদের খেলা।
বাংলাদেশ ‘এ’ দলের এই খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। আর পুরো টুর্নামেন্টে লাইভ দেখা যাবে সেভেন প্লাস স্পোর্টসে।
গত বছর প্রথম আসরে অংশ নিয়ে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছিল বাংলাদেশ ‘এ’ দল। শিরোপা নির্ধারনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। তাদের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ।
সেই সাফল্য এবার দেশের ক্রিকেট প্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে টুর্নামেন্টটি নিয়ে। বাংলাদেশও এবার বেশ আটঘাট বেধেই খেলতে গেছে। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে বেশ শক্তিশালী দল নিয়েই অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ ‘এ’ দল।
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ১৪ আগস্ট পাকিস্তান শাহীন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, তোফায়েল আহমেদ, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।