নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ

জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় আজ সার্ভিসেস দলগুলোর দাপটে রীতিমেতা উড়ে গেল জেলা দলগুলো। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) হ্যান্ডবল দল। এরমধ্যে পুলিশ দল ও আনসার দল নিশ্চিত করেছে সেমিফাইনাল খেলা।
আজ সোমবার (১৮ আগস্ট) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী স্টেডিয়ামে শেষ হয়েছে প্রথম পর্ব। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচের সব কটিতে জিতে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
বাংলাদেশ পুলিশ মাঠে নেমেছিল মাদারীপুরের বিপক্ষে। পুলিশ দলের কাছে পাত্তাই পায়নি মাদারীপুর। প্রথমার্ধে ১৭-৪ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পুলিশ। ম্যাচ শেষে সেই স্কোর দাঁড়ায় ৩৯-৯ গোলে। বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পুলিশ দল।
দিনের আরেক ম্যাচের বাংলাদেশ আনসার ও ফরিদপুরের লড়াইটা ছিল আরও একপেশে। আনসার দলের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ফরিদপুর। প্রথমার্ধে যেটুকুও লড়াই করতে পেরেছিল দ্বিতীয়ার্ধে সেটাও ছিল না। প্রথমার্ধে ২৫-৩ গোলে এগিয়ে থাকা আনসার জয় তুলে নেয় ৫৩-৩ গোলে।
আরেক ম্যাচে বড় জয় তুলে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুরের বিপক্ষে প্রথমার্ধে ৭-৬ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বিজিবি। বিরতি থেকে ফেরার পরে ভিন্ন এক বিজিবি দলকে দেখা যায়। এই অর্ধে তারা আদায় করে নেয় ২৩ গোল। জয় তুলে নেয় ৩০-৮ গোলের ব্যবধানে।
আগামী ২০ আগস্ট শুরু হবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। এই পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ৯টি দল। দ্বিতীয় পর্বের দলগুলো হলো- জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ।
দুই পর্বের চারটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে ২৪ আগষ্ট হবে সেমিফাইনাল। ফাইনাল ২৫ আগষ্ট।