বাবার হাতে খুন হলেন ভারতীয় টেনিস খেলোয়াড়

হঠাৎই মর্মান্তিক এক খবরে স্তব্ধ ভারতের ক্রীড়াঙ্গন। স্বয়ং বাবার হাতেই খুন হয়েছেন দেশটির হরিয়ানা রাজ্যের এক টেনিস খেলোয়াড়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রতিবেশিদের কটুক্তি সহ্য করতে না পেরে টেনিস খেলোয়াড় মেয়েকে নিজেই গুলি করে হত্যা করেন বাবা।
ভারতের রাজ্য পর্যায়ে টেনিস খেলা ২৫ বছর বয়সী এই খেলোয়াড়ের নাম রাধিকা যাদব। ধীরে ধীরে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে উঠে আসছিলেন তিনি। খেলার পাশাপাশি একটি টেনিস একাডেমি পরিচালনা করতেন রাধিকা। সমাজের উচ্চপর্যায়ের অনেককে ব্যক্তিগতভাবে কোচিংও করাতেন তিনি। তবে, সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা করছিলেন তিনি।
স্থানীয়দের মতে, রাধিকার এমন সাফল্য সহ্য হচ্ছিল না প্রতিবেশিদের। যে কারণে তারা রাধিকার বাবা দীপক যাদবকে (৫৪) কথা শোনাচ্ছিলেন। যেটা মেনে নিতে পারেননি তিনি। ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে পাঁচটি গুলি করেন তিনি রাধিকাকে। যার মধ্যে তিনটি গুলিবিদ্ধ হন এই টেনিস তারকা।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে গুলিবিদ্ধ এক তরুণীর মৃত্যুর খবর পায় তারা। পরে হাসপাতাল থেকে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাধিকার বাবা দীপককে আটক করে পুলিশ। এ সময় তার লাইসেন্স করা পয়েন্ট ৩২ বোরের রিভলবারটি জব্দ করেন তারা।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, দিপক জানিয়েছেন- গুলিবিদ্ধ টেনিস খেলোয়াড় রাধিকা তার মেয়ে। তিনি তাকে গুলি করেছেন। পরে গতকাল সন্ধ্যায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায় পুলিশ। এ ঘটনায় গুরগাঁয়ে ৫৬ নম্বর সেক্টরের পুলিশ স্টেশনে হত্যার অভিযোগে একটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) করা হয়েছে।
পুলিশ স্টেশনের হাউস অফিসার ইন্সপেক্টর বিনোদ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি (দিপক)। প্রতিবেশিরা কটুক্তি করে বলছিলেন- মেয়ের আয়ের ওপর নির্ভর করে চলছেন তিনি। রাধিকাকে তিনি অনেকবার একাডেমিতে কাজ বন্ধ করতে বলেছেন, কিন্তু সে কথা শোনেনি। এরপর তিনি আর সহ্য করতে পারেননি।’
অন্যদিকে ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদনে জানিয়েছে, দুই বছর আগে চোট পান রাধিকা। এরপর প্রতিযোগিতামূলক টেনিস থেকে সরে দাঁড়ান তিনি। কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টায় ছিলেন তিনি।
সুশান্ত লোক অঞ্চলে বসবাসকারীদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি পবন যাদব বলেন, ‘স্থানীয় কিছু লোক ছোট মানসিকতার, তারা রাধিকার সাফল্য সহ্য করতে পারেনি...খেলা ও কোচিং নিয়ে বানানো তার রিল নিয়ে তারা কটূক্তি করেছে। বাবা নিষেধ করায় তাকে অ্যাকাউন্টটি মুছে ফেলতে হয়।’
রাধিকা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছেন। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) রেকর্ড অনুযায়ী, মেয়েদের অনূর্ধ্ব-১৮ পর্যায়ে ক্যারিয়ার–সেরা ৭৫তম র্যাঙ্কিংয়ে উঠেছিলেন রাধিকা। ডাবলসে র্যাঙ্কিংয়ে ছিলেন ৫৩তম এবং সিঙ্গেলসে ৩৫তম। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অঙ্গনেও সক্রিয় ছিলেন রাধিকা, যেখানে তিনি র্যাঙ্কিংয়ে ১১৩তম।