বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

ব্যাটিং-বোলিংয়ে কোনো বিভাগেই আফগান প্রশ্নের উত্তর খুঁজে পেল না হংকং। ব্যাটিং ইনিংসে ঝড় তুললেন সেদিকুল্লাহ অটল আর আজমতুল্লাহ ওমরজাই। হংকংয়ের বোলারদের শাসন করে বড় পুঁজি দাঁড় করালেন তারা। এরপর বলহাতে পেস আগুন আর স্পিন ঘূর্ণিতে হংকংয়ের ব্যাটারদের পরাস্ত করলেন আফগান বোলাররা। বড় জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করল আফগানিস্তান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের পুঁজি দাঁড় করায় আফগানিস্তান। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯৪ রান তুলতে পেরেছে হংকং। আফগানরা জয় পেয়েছে ৯৪ রানের বড় ব্যবধানে।
রান তাড়ায় নেমে শুরু থেকেই হংকংকে চেপে ধরে আফগান বোলাররা। বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও মুনশিয়ানা দেখিয়েছে আফগানরা। ফজলহক ফারুকীর পেস কিংবা নূর আহমেদ-গজনফারদের স্পিন, কোনোটার সামনেই দাঁড়াতে পারেনি হংকং। মাত্র দুজন ব্যাটার ছুঁতে পেরেছিলেন দুই অঙ্কের ঘর।
ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন ওপেনার আন্সি রাথ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং। বোলিং আর ফিল্ডিং দিয়ে চেপে ধরেন আফগানরা। আরেক ওপেনার জিসান খান ৫ রানে ফেরার পর রান পরপর দুই ব্যাটার ফেরেন রান আউট হয়ে।
বাকিদের যাওয়া-আসার ভীরে একপ্রান্ত আগলে রেখে লড়াইটা করে গেছেন কেবল বাবর হায়াত। ৪৩ বল থেকে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। তবে তার এই ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। হংকংয়ের ইনিংসে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। এছাড়া শেষদিকে নেমে ২৬ বলে ১৬ রান করেন অধিনায়ক ইয়াসিম মুর্তজা। হংকং থামে একশ পেরোনোর আগেই।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না আফগানিস্তানের। তবে দ্রুতই ফিরে যান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৫ বলে ৮)। ইব্রাহীম জাদরানও (৪ বলে ১) ধরেন একই পথ। শুরুর সেই বিপর্যয় সামলে তৃতীয় উইকেট জুটিতে ৫১ রান তোলার পরে ৬ বলে ৩৩ রান করে ফেরেন নাবী।
পঞ্চম উইকেটে আজমতুল্লাহ ওমরজাইকে নিয়ে একটি কার্যকরী জুটি গড়ে তুলেন ওপেনার সেদিকুল্লাহ। এই জুটিতে মাত্র ৩৫ বলে ৮২ রান আসে। ব্যাট হাতে ঝড় তোলেন ওমরজাই। হংকংয়ের বোলারদের শাসন করে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ২১ বলে ৫৩ রান করে ফেরেন তিনি।
বাকিদের যাওয়া-আসার ভীরেও একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত উইকেটে থাকেন ওপেনার সেদিকুল্লাহ। শেষ পর্যন্ত ৫২ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সেদিকুল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৮৮/৬ (গুরবাজ ৮, ইব্রাহীম ১, নাবী ৩৩, গুলবাদাইন ৫, আজমতুল্লাহ ৫৩, কারিম জানাত ২, সেদিকুল্লাহ ৭৩*, রাশিদ ৩*; আয়ুশ ৪-০-৫৪-২, আতিক ৩-১-৩২-১, ইহসান ৪-০-২৮-১, এজাজ ২-০-২৬-০, ইয়াসিম ৪-০-২৩-০, কিনছিট ৩-০-২৪-২)।
হংকং: জিসান ৫, আন্সি ০, বাবর ৩৯, নিজাকাত ০, কালহান ৪, কিনছিট ৬, এজাজ ৬, ইয়াসিম ১৬, ইহসান ৬, আয়ুশ ১*, আতিক ১*; ফজলহক ৩-০-১৬-২, আজমতুল্লাহ ২-০-৪-১, গজনফার ২-০-৪-০, রাশিদ ৪-০-২৪-১, নূর ৪-০-১৬-১, গুলবাদাইন ৩-০-৮-২, কারিম ২-০-২১-০)।
ফলাফল: আফগানিস্তান ৯৪ রানে জয়ী।