এশিয়া কাপ
পাওয়ার-প্লেতে বল হাতে জোড়া সাফল্য বাংলাদেশের

তাসকিনের পেস তোপে দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটের জন্য অপেক্ষা করত হয়েছেআরও তিন ওভার। উইকেটে থিতু হতে থাকা বাবর হায়াতকে ফিরিয়ে গলার কাটা দূর করেছেন তানজিম সাকিব। উইকেট বেশি না পেলেও পাওয়ার-প্লেতে কিপ্টে বোলিংয়ে হংকংকে চেপে ধরেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই হংকংকে চেপে ধরে বাংলাদেশ। কিপ্টে বোলিংয়ে শুরু করেন শেখ মেহেদি। সেই সুযোগ কাজে লাগিয়ে হংকং শিবিরে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে লিটন দাসের ক্যাচ বানিয়ে ওপেনার আন্সি রথকে ফেরান তিনি। ফেরার আগে ৪ বলে ৫ রান করেন তিনি।
তৃতীয় ব্যাটার হিসেবে উইকেটে এসে শুরু মন্থর হলেও ক্রমেই হাতখোলা শুরু করেছিলেন ২০১৪ সালে হংকংয়ের জয়ের নায়ক বাবর হায়াত। পঞ্চম ওভারের তৃতীয় বলে তানজিম সাকিবকে উড়িয়ে মেরেছিলেন তিনি। পরের বলে দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করে সাজঘরের পথ দেখান সাকিব। ১২ বলে ১৪ রান করে ফেরেন তিনি।
হংকং ম্যাচে যেভাবে একাদশ সাজাল বাংলাদেশ
সর্বশেষ নেদারল্যান্ডস সিরিজ ছিল এশিয়া কাপের আগে যাচাই-বাছাইয়ের মঞ্চ। সেই সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে পেসার তানজিম হাসান সাকিবের ওপরে ভরসা রেখেছে টিম ম্যানজেমেন্ট।
পেস বিভাগের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। স্পিন বিভাগে আছেন শেখ মেহেদি ও রিশাদ হোসেন।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আসরে এটি আমাদের প্রথম ম্যাচ। মনে হয়েছে আগে বোলিং করাটা ভালো হবে। পরিস্থিতি বুঝতে পারব। আমরা শেষ তিনটি সিরিজে ভালো করেছি। কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন। এখানে নতুন করে শুরু করতে হবে। আমাদের শতভাগ দিয়ে খেলতে হবে।’