২৭ বলেই আরব আমিরাতকে উড়িয়ে দিল ভারত

কুলদীপ যাদবের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল না আরব আমিরাতের ব্যাটাররা। তার স্পিনবিষে নীল হয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। সেই রান তাড়ায় নেমে আরেক দফা ভারতের ব্যাটারদের তোপের মুখে পড়ল আরব আমিরাতের বোলাররা। পাওয়ার-প্লের মধ্যেই জয় নিয়ে মাঠ ছাড়ল ভারত।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ৫৭ রানেই গুটিয়ে গেছে আরব আমিরাত। এতে নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডে নাম লেখায় দেশটি। এর আগে দুবাইতেই ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রানে অলআউট হয় তারা।
জবাব দিতে নেমে মাত্র ৪.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে ভারত। এতে ৯ উইকেটের বড় জয়ে এশিয়া কাপের মিশন শুরু করল ভারত।
আরব আমিরাতের দেওয়া লক্ষ্য ভারতের কাছে মামুলি ব্যাপার ছিল। তার ব্যতিক্রমও হলো না। শুরু থেকেই হাতখুলে খেললেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। আমিরাতের বোলারদের শাসিয়ে ৩.৫ ওভারেই ৪৮ রান তুলে ফেলেন তারা। ১৬ বলে ৩০ রান করে অভিষেক ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর সূর্যকুমার যাদবকে নিয়ে পরের ওভারেই বাকি কাজটা সেরে ফেলেন গিল। ৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন তিনি। আর সূর্যকুমার ২ বলে ৭ রানে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সংযুক্ত আরব আমিরাত। ওপেনিং জুটি থেকেই এসেছিল ২৬ রান। কিন্তু ওই যা! এরপর আর কোমড় সোজা দাঁড়াতেই পারেনি মোহাম্মদ ওয়াসিমের দল। ভারতীয় বোলারদের তোপের মুখে একের পর এক উইকেট হারিয়ে যাওয়া-আসার লম্বা লাইন তৈরি করে টুর্নামেন্টের আয়োজকরা।
আরব আমিরাতের দুই ওপেনার আলিসান শারাফু আর মোহাম্মদ ওয়াসিম বাদে আর কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেনি। ১৭ বলে ২২ রান করে আলিসান ফিরলে ভাঙে ২৬ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ওয়াসিমও আর বেশি সময় উইকেটে তাকতে পারেননি, ২২ বলে ১৯ রান করে ফেরেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
আরব আমিরাত: ১৩.১ ওভারে ৫৭/১০ (আলিসান ২২, ওয়াসিম ১৯, জোহাইব ২, রাহুল ৩, আসিফ ২, হারশিত ২, ধ্রুব ১, সিমরানজিত ১, জুনাইদ ১, হায়দার ১, রোহিদ ২*; হার্দিক ১-০-১০-০, বুমরাহ ৩-০-১৯-১, অক্ষর ৩-০-১৩-১, বরুণ ২-০-৪-১, কুলদিপ ২.১-০-৭-৪, শিভাম ২-০-৪-৩)।
ভারত: ৪.৩ ওভারে ৬০/১ (অভিষেক ৩০, শুভমান ২০*, সূর্যকুমার ৭*; হায়দার ১-০-১০-০, রোহিদ ১-০-১৫-০, ধ্রুব ১০-০-১৩-০, জুনাইদ ১-০-১৬-১, সিমরানজিত ০.৩-০-৬-০)।
ফলাফল: ভারত ৯ উইকেট জয়ী।