বাংলাদেশের এশিয়া কাপ মিশনে আজ প্রতিপক্ষ হংকং

বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট। চ্যাম্পিয়ন হতে চায় দল। এশিয়া কাপে মাঠে নামার আগে প্রত্যাশার কথা শুনিয়েছেন অধিনায়ক থেকে শুরু করে ক্রিকেটাররা। দল ঘোষণার পর প্রধান নির্বাচকও জানিয়েছিলেন খায়েশের কথা। স্বপ্নকে এবার বাস্তবে রূপ দেওয়ার পালা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ মাঠে নামবে স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ দিতে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপের গ্রুপ অব ডেথ বলা চলে গ্রুপ ‘বি’ কে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ফলে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অবশ্য জয়ের প্রত্যাশাই করছেন। সংবাদ সম্মেলনে জানালেন, জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।
লিটন বলেন 'এই মুহূর্তে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। মাইন্ডসেট একটাই, ম্যাচ জেতা ছাড়া অন্য কিছু ভাবার অপশন নেই। সাম্প্রতিক দিনগুলোতে আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছি। আমরা যথেষ্ট ভালো প্রস্তুতি নিয়েছি। মাঠে নামব জেতার জন্য।'
টি-টোয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে হারের ক্ষত আছে বাংলাদেশের। সেটি অবশ্য ২০১৪ সালে। বর্তমানে হংকংয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। আইসিসির পূর্ণ সদস্যের দেশ বাংলাদেশ। অন্যদিকে সহযোগি দেশ হংকং। ক্রিকেট অঙ্গনে তাই তাদের ছোট দল বলেই বিবেচনা করা হয়। যদিও, সেই কথার বিপরীতে গিয়ে লড়াইয়ের হুঙ্কার দিয়ে রাখলেন হংকং তারকা নিজাকাত খান।
বাংলাদেশি গণমাধ্যমের মুখোমখি হয়ে অলরাউন্ডার নিজাকাত বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো আতঙ্ক নেই। আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন, তাহলে আপনিই জিতবেন।’
বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।