মাহমুদউল্লাহকে পেছনে ফেলে সাকিবের আরও কাছে লিটন

হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং ইনিংসে বাংলাদেশের কাণ্ডারি ছিলেন অধিনায়ক লিটন দাস। শুরুতে ধীরগতির ব্যাটিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলেছেন তিনি। তুলে নিয়েছেন টি-টোয়েন্টে ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরি। এর সঙ্গে সঙ্গে নাম লিখিয়েছেন নতুন এক রেকর্ডে।
২ হাজার ৪৩৭ রান নিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন লিটন। ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে লিটন ফিরেছেন ম্যাচের একেবারে শেষ দিকে। তখন বাংলাদেশের দরকার ছিল আর কেবল ২ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার আর এক ছক্কায়। ম্যাচসেরার পুরস্কারও ওঠে লিটনের হাতে।
হংকংয়ের বিপক্ষে এই ইনিংস দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক এখন লিটন। তিনি ছাড়িয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। জাতীয় দলের হয়ে লিটনের রান এখন ২ হাজার ৪৯৬। এর আগে ২ হাজার ৪৪৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ রিয়াদ।
ম্যাচের হিসাবেও মাহমুদউল্লাহকে পেছনে ফেলেছেন লিটন। এই রান করতে রিয়াদকে খেলতে হয়েছিল ১৪১টি ম্যাচ। লিটন ১১১ ম্যাচেই সেটি ছাড়িয়ে গেলেন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে ২ হাজার ৫৫১ রান করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলা এই অলরাউন্ডারের। তার চেয়ে মাত্র ৫৫ রানে পিছিয়ে আছেন লিটন। আগামী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেই সাকিবকে ছাড়িয়ে এক নম্বরে চলে যাওয়ার সুযোগ আছে লিটনের সামনে।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে তামিম ইকবালেআর মুশফিকুর রহিম। তবে দুজনের রানই ২ হাজারের নিচে। চারে থাকা তামিমের রান ১ হাজার ৭০১ আর মুশফিকের ১ হাজার ৫০০।