আমার তো মনে হয় আমরা স্মার্ট ক্রিকেটই খেলেছি : হৃদয়

এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছে কাঙ্ক্ষিত জয় দিয়েই। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে লিটন দাসের দল। কিন্তু হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে পৌঁছাতে ১৭.৪ ওভার লেগে যায় তাদের। জয় ছাপিয়ে কথা উঠেছে ছোট প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে দ্রুত রান তাড়া করে রানরেটে এগিয়ে থাকতে পারতো কি না বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় জানালেন, রান রেটের আগে তাদের চিন্তা ছিল জয় নিশ্চিত করা।
হংকংয়ের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেন হৃদয়। তিনি জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল ‘স্মার্ট ক্রিকেট’ খেলা। আগে জয় নিশ্চিত করা, নেট রান রেটের চিন্তা পরে। তিনি মনে করেন, ম্যাচ জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়েই দল সেই কাজটি করেছে।
হৃদয় বলেন, ‘হংকংয়ের মতো দলের সঙ্গে কি আমরা হারার জন্য মাঠে নামব? আমাদের টার্গেট থাকবে জেতা। হংকং টিম.. রান রেট অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে সব দলই সমান। টি-টোয়েন্টিতে যে কোনদিন যেকোন কিছু হতে পারে। তো আমরা সেভাবেই চেষ্টা করেছি। হ্যাঁ, আরেকটু ভালো হতে পারেত।’
বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। যাদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে। অন্যদিকে আফগানিস্তান ৯৪ রানে হারিয়েছে হংকংকে। যে কারণে সংবাদ সম্মেলনে রান রেট নিয়ে প্রশ্নের মুখে পড়েন হৃদয়। এই বিষয়ে তিনি বলেন, ‘মাঠে নামি জেতার জন্য। দেখেন আমরা যদি আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে হারাই, তাহলে তো রান রেটের কিছু আসে যায় না। তো আগে থেকে এত জটিল চিন্তা করলে নিজেদের ওপর চাপ তৈরি হয়। আমাদের যা প্রসেস, আমরা সেটাই অনুসরণ করার চেষ্ট করব। বাকিটা আল্লাহর ওপর।’
বাংলাদেশ ৮.২৮ রান রেটে ব্যাট করে ১৪ বল হাতে রেখে ১৪৪ রানের লক্ষ্য পূরণ করে। তবে আফগানিস্তানের ৪.৭০ নেট রান রেটের উপরে যেতে হলে, এই লক্ষ্য ১২ ওভারের কম সময়ে তাড়া করতে হতো।
দ্রুত ম্যাচ শেষ করার প্রসঙ্গে হৃদয় বলেন, আমরা চেষ্টা করেছি দ্রুত শেষ করার। হয়ত ২/১ ওভার আগে খেলাটা শেষ রেতে পারতাম। আমি নিজেও চেষ্টা করেছি বেশি বাউন্ডারি মারতে। আবুধাবির উইকেটটা ছিল কঠিন, আর মাঠটাও বড়, তাই বড় শট খেলা সহজ ছিল না।’
এর আগে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাস বলেন, এই পিচে নিয়মিত বড় শট খেলা সহজ ছিল না। পাশাপাশি আবুধাবির মাঠ বড় হওয়ায় তাদেরকে স্ট্রাইক রোটেট করে ধীরে সুস্থে এগোতেই বেশি গুরুত্ব দিতে হয়েছে।