খেলোয়াড়দের আবেগ দেখানোর সুযোগ নেই

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের আগে চলে আসে কয়েকটি ব্যাপার। কেবল একটি ম্যাচে আর সীমাবদ্ধ নেই এটি। আবেগ, আভিজাত্য, অহং যোগ হয়ে তৈরি করেছে বাড়তি মাত্রা। যদিও, খেলোয়াড়দের আবেগ দেখানোর সুযোগ নেই। এমনটিই মনে করেন বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব কথা বলেন দর্শকের আগ্রহ নিয়ে
সাকিব বলেন, ভক্তদের উন্মাদনা থাকবে, তারা আবেগি হবে।, কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হয়ে আমিও যদি ইমোশনাল হই, তাহলে তো হবে না। আমার প্রসেস মেইন্টেন করতে হবে, আমার বোলিংয়ের লাইন-লেন্থ মেইনটেন করে বোলিং করতে হবে।’
এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছে হংকংকে হারিয়ে। যা দেবে বাড়তি আত্মবিশ্বাস। সাকিবও মনে করেন, আজ বাংলাদেশই এগিয়ে থাকবে।
সাকিব বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা বাড়তি একটা আত্মবিশ্বাস নিয়ে নামব। ওয়ানডে বিশ্বকাপে জিতেছি, এমনকি গত সিরিজেও তাদের সঙ্গে আমরা জিতেছি। সুতরাং একটা বাড়তি বুস্ট আপ দিবে। যেহেতু অনেক অনেক ম্যাচ খেলতেছি তাদের সঙ্গে, প্রত্যেকটা খেলোয়াড়কে চিনি, জানি, তাদের দুর্বলতাও জানি। সুতরাং আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে মাঠে নামব।’