মেসিকে ছাড়িয়ে চূড়ার পথে রোনালদো

বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলের খেলাগুলো প্রায় শেষ। অথচ, ইউরোপিয়ান অঞ্চলের বাছাই শুরু হলো একদিন আগে। আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে লিওনেল মেসি তার সম্ভাব্য শেষ ম্যাচে জোড়া গোল করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো থেমে থাকেননি। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচে তিনিও করেছেন জোড়া গোল।
৪০ বছর বয়সে যেখানে বুটজোড়া তুলে রাখার কথা, সেখানে রোনালদো এখনও ছুটছেন। ছুটতে ছুটতেই এক জায়গায় ছাড়িয়ে গেছেন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মেসিকে। বিশ্বকাপ বাছাইয়ে সিআরসেভেনের গোলসংখ্যা ৩৮, মেসির ৩৬। রোনালদোর সামনে সুযোগ ইতিহাস গড়ার।
বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা গুয়াতেমালার কার্লোস রুইজের দখলে। ৩৯ গোল নিয়ে সবার ওপরে আছেন তিনি। রোনালদো যদি আর একটি গোল করেন, তবে রুইজের রেকর্ডে ভাগ বসাবেন। আর দুই গোল করলে একাই হয়ে যাবেন বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা।
সেই সম্ভাবনাই উঁকি দিচ্ছে প্রবলভাবে। আগামী ১০ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ম্যাচে রোনালদো নিজের মতো খেলতে পারলে সেদিনই হয়তো রেকর্ডটি হয়ে যেতে পারে পর্তুগিজ যুবরাজের একান্ত সম্পত্তি। নইলে বাড়বে অপেক্ষা।