এশিয়া কাপ
ওপেনিংয়ে ভালো শুরুর পর উইকেট হারাল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে ধীরগতির। প্রথম ওভারে আসে ৩ রান। এরপর আস্তে আস্তে আগ্রাসী হওয়ার চেষ্টা করেছেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লের ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৫৯ রান।
প্রথম ওভারের পঞ্চম বলে অল্পের জন্য রক্ষা পান সাইফ। আফগান পেসার ফজলহক ফারুকির বল অফ সাইডে উড়িয়ে মারেন সাইফ। শর্ট এক্সট্রা কাভারে দাঁড়িয়ে থাকা আজমতউল্লাহ ওমরজাই লাফিয়ে উঠে ডান হাতে ধরতে গেলে ব্যর্থ হন।
এরপর দ্বিতীয় ওভার থেকে ধারাবাহিকভাবে রান বেড়েছে। তৃতীয় ওভারে এসে স্বোরবোর্ডে ১৬ রান যোগ করেন তামিম। ফারুকির এই ওভারে ৪টি চার মেরেছেন বাংলাদেশের এই ওপেনার।
এরপর চতুর্থ ও পঞ্চম ওভারেও এসছে ৮ রান করে। ষষ্ঠ ওভারে আল্লাহ গাজনাফরকে ধ্বসিয়ে দিয়েছেন তামিম। দুই ছক্কায় এই ওভার থেকে ১৯ রান নিয়েছে দুই ওপেনার।
সপ্তম ওভারে প্রথমবার আক্রমণে এসে আফগানিস্তানকে ব্রেক থ্রু এনে দেন রশিদ খান। আফগান অধিনায়ক রশিদ ভাঙেন উদ্বোধনী জুটি। ২৮ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩০ রান আসে সাইফের ব্যাট থেকে। হাত খুলে খেলতে শুরু করা সাইফকে বোল্ড করেন রশিদ। ৬৩ রানে শেষ হয় ওপেনিং জুটি।
একাদশে বড় পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
হারলে ছিটকে যাবে আর জয় পেলে গ্রুপের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। এমন সমীকরণের ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে চারজন খেলোয়াড়কে বদলি করেছে টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কা ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। আফগানিস্তানের বিপক্ষে একাদশে তাদের বদলে জায়গা পেয়েছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহদেম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে টিকে থাকার চ্যালেঞ্জে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। হারলে বিদায় নিতে হবে আর জিতলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। এমন সমীকরণ নিয়েই মাঠে নামছেন লিটন-জাকেররা। বাঁচা-মরার এই লড়াইয়ে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।