সুপার ফোরে উঠতে বাংলাদেশের সামনে এখন কোন সমীকরণ?
আফগানিস্তান ম্যাচের আগে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল—জিততেই হবে। হারলে বিদায় নিশ্চিত। রুদ্ধশ্বাস ম্যাচে গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ৮ রানের জয় পায় বাংলাদেশ। এতে এশিয়া কাপে টিকে থাকার সম্ভাবনা জোরালো হয়েছে টাইগারদের। এখন সামনে নতুন সমীকরণ।
সুপার ফোরে উঠতে হলে অবশ্য তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে দল দুটি। ম্যাচে আফগানরা জিতলে শেষ বাংলাদেশের সম্ভাবনা। নিশ্চিত হবে গ্রুপ পর্ব থেকে বিদায়।
তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট চার। নেট রান রেট -০.২৭০। দুই ম্যাচে শ্রীলঙ্কার চার পয়েন্ট। নেট রান রেট ১.৫৪৬। আফগানরা দুই ম্যাচ খেলে পেয়েছে দুই পয়েন্ট। নেট রান রেট ২.১৫০।
পয়েন্টের হিসাবে সবার ওপরে লঙ্কানরা। কাল আফগানরা জিতলে তারা উঠে যাবে শীর্ষে। সেক্ষেত্রে রান রেটের মারপ্যাঁচে বাদ পড়তে পারে বাংলাদেশ।
গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান যদি আগে ব্যাট করে ২০০ রান করে, রান তাড়ায় তখন ১২৮ করতে পারলেই সুপার ফোর নিশ্চিত হবে শ্রীলঙ্কার। আফগানরা ১৫০ করলে শ্রীলঙ্কার ৮৪ রানই হবে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট।