আফগান-শ্রীলঙ্কা ম্যাচ কোথায় বসে দেখবেন বাংলাদেশের ক্রিকেটাররা?

এশিয়া কাপে বাংলাদেশের নিয়তিটা নির্ভর করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ওপর। ‘বি’ গ্রপ থেকে টুর্নামেন্টের সুপার ফোরে ওঠার সমীকরণটা বেশ জটিল। লিটনরা আফগানদের হারিয়ে তাই এখন অপেক্ষা করছে সংযুক্ত আরব আমিরাতে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জানা যাবে তারা দেশে ফেরার টিকিট কাটছে নাকি এশিয়া কাপের পরের রাউন্ডে খেলছে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। প্রত্যাশিত সমীকরণ মিলছে কি না তা স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পাচ্ছেন না লিটন-তাসকিনরা। কেননা আজ দুবাই চলে গেছে তারা।
বাংলাদেশ দল ও দলের কোচিং স্টাফরা ম্যাচ চলাকালীন থাকবে দুবাইতে। তাদের ভাগ্যের লেখনটা দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে বসে টিভিতে দেখবেন। এরপর সুখবর আসলে পরের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করবেন আর দুঃসংবাদ পেলে বিমানবন্দরের পথ ধরবেন ফিল সিমন্সের শিষ্যরা।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আগামীকালের ম্যাচে আফগানরা জিতলে শেষ বাংলাদেশের সম্ভাবনা। নিশ্চিত হবে গ্রুপ পর্ব থেকে বিদায়।
তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট চার। নেট রান রেট -০.২৭০। দুই ম্যাচে শ্রীলঙ্কার চার পয়েন্ট। নেট রান রেট ১.৫৪৬। আফগানরা দুই ম্যাচ খেলে পেয়েছে দুই পয়েন্ট। নেট রান রেট ২.১৫০।
পয়েন্টের হিসাবে সবার ওপরে লঙ্কানরা। কাল আফগানরা জিতলে তারা উঠে যাবে শীর্ষে। সেক্ষেত্রে রান রেটের মারপ্যাঁচে বাদ পড়তে পারে বাংলাদেশ।
গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান যদি আগে ব্যাট করে ২০০ রান করে, রান তাড়ায় তখন ১২৮ করতে পারলেই সুপার ফোর নিশ্চিত হবে শ্রীলঙ্কার। আফগানরা ১৫০ করলে শ্রীলঙ্কার ৮৪ রানই হবে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট।