সুপার ফোরে উঠতে বাংলাদেশের সামনে এখন যে সমীকরণ

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা আর আফগানিস্তান। মাঠে দুই দল নামলেও এই ম্যাচের দিকে তাকিয়ে তিনটি দল। মাঠে না থেকেও এ ম্যাচে থাকবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই নির্ধারণ হবে বাংলাদেশের সুপার ফোরে খেলার ভাগ্য। হিসাব মিলবে জটিল সমীকরণে। প্রশ্ন হলো- কারা জিতলে আর কারা হারলে বাংলাদেশ সুপার ফোরে খেলবে?
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এখন সুপার ফোরে উঠতে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। লাল-সবুজের প্রতিনিধিদের সুপার ফোরের সহজ সমীকরণ হলো শ্রীলঙ্কার জয়। শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে।
‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিল
দুই ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্টে নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কা। তাদের রানরেট ১.৫৪৬। তিন ম্যাচ খেলে ২ জয়ে সমান ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। বাংলাদেশের রানরেট ঋণাত্মক ০.২৭০। দুই ম্যাচে খেলে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আফগানিস্তান।
সুপার ফোরের সমীকরণ
এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের সবার ওপরে শ্রীলঙ্কা। আজ আফগানিস্তানের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আর দুই হারে আফগানিস্তানের পয়েন্ট থাকবে ২। তখন ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থেকে সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।
তবে যদি এ ম্যাচে শ্রীলঙ্কা হেরে যায় তখন অনেকটাই অনিশ্চিত হবে বাংলাদেশের সুপার ফোরের আশা। তখন বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান—তিন দলের পয়েন্টই হবে সমান চার। ফলে রানরেটে এগিয়ে থাকায় সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তান আর শ্রীলঙ্কার।
আফগানিস্তান জিতলে তখনও একটু সম্ভাবনা থাকবে বাংলাদেশের জন্য। সেটা অবশ্য বেশ জটিল হিসাব-নিকাশ। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান যদি আগে ব্যাট করে ২০০ রান করে, এরপর যদি তারা শ্রীলঙ্কাকে ১২৭ রানে অলআউট করতে পারে তাহলে বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে। অথবা আফগানরা ১৫০ করলে শ্রীলঙ্কাকে আটকাতে হবে ৮৩ রানের মধ্যে। সেটা না হলে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে যাবে। আর সুপার ফোরে যাবে শ্রীলঙ্কা আর আফগানিস্তান।
আর যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে। তাহলে শ্রীলঙ্কা যত রানই করুক আফগানিস্তানকে জিততে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে। তাহলেই কেবল বাংলাদেশ সুপার ফোরে খেলবে।