সুপার ফোরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবেন যেভাবে

এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশ তাকিয়ে ছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। বাংলাদেশের ভক্ত-সমর্থকরা খেলা চলাকালে প্রত্যাশা করে গেছেন লঙ্কানদের জয়। প্রত্যাশিত জয়টা পেয়েছে শ্রীলঙ্কা, সেই সাথে বাংলাদেশেরও সুপার ফোর নিশ্চিত হয়েছে । এক ম্যাচের ব্যবধানে তারাই এখন প্রতিদ্বন্দ্বী।
আজ শনিবার (২০ সেপ্টম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ২০২৫। খেলা দেখতে বাংলাদেশের বেশিরভাগ দর্শককেই চোখ রাখতে হবে টিভিতে বা অনলাইন প্ল্যাটফর্মে।
এশিয়া কপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি টিভিতে সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া, সনি লিভে দেখা যাবে ম্যাচ। অনলাইনে দর্শকরা খেলা দেখতে পারেন ট্যাপম্যাড অ্যাপে ও টফিতে।
বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ সাম্প্রতিক সময়ে বাইশ গজে উত্তাপ ছড়ালেও সামগ্রিকভাবে লঙ্কানরা বেশ এগিয়ে টাইগারদের চেয়ে। এর আগে টি-টোয়েন্টিতে ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে লঙ্কানদের জয় ১৩টি ম্যাচে। বিপরীতে, বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচ।
এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। সেই হারের ক্ষত ভুলে এবার নতুন শুরু বাংলাদেশের। সুপার ফোরে এটাই প্রথম ম্যাচ হবে লাল-সবুজের প্রতিনিধিদের। তাই গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে থাকাটাই লক্ষ্য থাকবে লিটনদের।