তিন তারকাকে বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা আফগানিস্তানের

এশিয়া কাপের পরপরই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। এশিয়া কাপে বাদ পড়ার পর আফগানিস্তানের মনোযোগ এখন এই দ্বিপাক্ষিক সিরিজকে ঘিরেই। সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি হবে দুই সংস্করণের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) এই সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ।
আফগানিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার ফাজল হক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব ও কারিম জানাত। তাদের জায়গায় সীমিত ওভারের সিরিজে নতুন দুই মুখ ২০ বছর বয়সী বাঁ-হাতি পেসার বশির আহমেদ ও টপ অর্ডার ব্যাটসম্যান ১৮ বছর বয়সী ওয়াফিউল্লাহ তারাখিল। দুজনই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। বাশির দুই দলে থাকলেও ওয়াফিউল্লাহ শুধু টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন বশির। এছাড়া ৫টি লিস্ট ‘এ’ম্যাচে ৪ উইকেট পেয়েছেন তিনি।
ওয়াফিউল্লাহ ৩৩টি-টোয়েন্টি ম্যাচে ১৪৫.৯৫ স্ট্রাইক রেটে ৭৯৪ রান করেছেন। সম্প্রতি আফগানিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা শাগিজা ক্রিকেট লিগে ৩৭.২৫ গড় এবং ১৫৫.২০ স্ট্রাইকরেটে তৃতীয় সর্বোচ্চ ২৯৮ রান করেন তিনি।
টি-টোয়েন্টি দলে রহস্যময় স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার বাদ পড়লেও ওয়ানডে দলে তিনি জায়গা ধরে রেখেছেন। রহমাত শার সঙ্গে রিজার্ভ তালিকায় আছেন তিনি। ওয়ানডে দলে ফিরেছেন দারভিশ রাসুলি, নানগেলিয়া খারোটে, আব্দুল্লাহ আহমাদজাই ও মোহাম্মাদ সালিম।
টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে গড়াবে আফগানিস্তান ও বাংলাদেশ লড়াই। ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর আবু ধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ হবে।
আফগানিস্তানের স্কোয়াড
টি-টোয়েন্টি : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব-উর-রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই।
রিজার্ভ : আল্লাহ গাজানফার ও রহমত শাহ।
ওয়ানডে : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাল আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, আল্লাহ গাজানফার, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি।
রিজার্ভ : বিলাল সামি ও ফরিদুন দাউদজাই।