বিসিবি সভাপতির বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তামিমের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে দেশের ক্রিকেট পাড়ায়। অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে নির্বাচন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিসিবির নির্বাচন কমিশন। ইতোমধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে বেশ কিছু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা গত বছরের ৫ আগস্টের পরে গঠিত অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন না দিয়ে, অন্যদের মনোনয়ন দেওয়া হয়েছে। পরবর্তীতে সেই মনোনয়ন আবেদন বাতিল করে অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দিতে চিঠি পাঠিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এর প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। সেখানে বুলবুল ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন তামিম।
তামিম বলেন, ‘তিনি (বুলবুল) সাইন করে বলেছেন আগের কাউন্সিলরদের বাদ দেওয়া হবে। শুধু মাত্র অ্যাডহক কমিটি থেকে নেওয়া হবে। আগের সব চিঠিতে প্রধান নির্বাহীর সাইন করা। সংবিধান অনুযায়ী কমিটি গঠন হওয়ার পর তিনি কোথাও সাইন করতে পারবেন না। এই চিঠিতে সাইন করে তিনি কোন ক্ষমতাবলে ডিসিদের পাঠিয়েছেন।’
স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়ে তামিম বলেন, ‘আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।’