পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে এনওসি স্থগিত

পাকিস্তান ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না। এশিয়া কাপে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচেই হেরে ভরাডুবি ঘটিয়েছে তারা। সর্বশেষ ফাইনাল ম্যাচে হারের পর ক্রিকেটাররা আরও একটি দুঃসংবাদ পেলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সকল খেলোয়াড়দের জন্য বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের অনুমতিপত্র বা এনওসি স্থগিত করেছে।
পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমাদ সৈয়দ সোমবার (২৯ সেপ্টেম্বর) একটি নোটিশ পাঠিয়ে খেলোয়াড় ও এজেন্টদের বিষয়টি জানিয়েছেন।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো নোটিশে কী লেখা ছিল সেটি তুলে ধরেছে তাদের প্রতিবেদনে। তারা বলছে, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনে, বিদেশি লিগ এবং দেশের বাইরে অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের দেওয়া সকল এনওসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’
অবশ্য পিসিবির এমন সিদ্ধান্তের কোনো কারণ জানানো হয়নি। এমনকি এই স্থগিতাদেশ কতদিন থাকবে, কোনও ব্যতিক্রম হবে কি না, বা কোনও নির্দিষ্ট খেলোয়াড় ছাড় পাবে কি না এসব বিষয়ও এখনও স্পষ্ট নয়।
সিদ্ধান্তটি জানানোও হয়েছে এমন একটি সময়, যখন একদিন আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ফাইনালে ভারতের কছে হেরেছে পাকিস্তান। এদিকে, পাকিস্তানের শীর্ষস্থানীয় প্রথম-শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফি অক্টোবর মাসে শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টটি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়।
এদিকে, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন আফ্রিদিসহ সাতজন পাকিস্তানি খেলোয়াড়ের বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল। চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগটি।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক লিগ টি-২০ (আইএল টি-টোয়েন্টি) লিগের নিলাম হবে ১ অক্টোবর। যেখানে নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানসহ পাকিস্তানের ১৮ জন খেলোয়াড়ের নাম রয়েছে।