আফগানিস্তানকে লজ্জায় ডুবিয়ে একাধিক রেকর্ড গড়ল পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ৬৬ রানে অলআউট করে লজ্জায় ডুবিয়েছে পাকিস্তান। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ নাওয়াজের স্পিন জাদুতে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। আফগানিস্তানকে লজ্জায় ডুবানোর এই ম্যাচে বেশকিছু রেকর্ড হয়েছে।
আফগানিস্তান এই ম্যাচে ৬৬ রানে অলআউট হয়েছে। পুরুষদের টি-টোয়েন্টি ফাইনালে যা সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০২৪ সালের সাব-রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ারের বি গ্রুপের ফাইনালে জার্সির বিপক্ষে ৬৯ রান অল আউট হয় নরওয়ে।
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ এটি। এর আগে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৬ রানে অল আউট হয় তারা। যেটি তাদের সর্বনিম্ন সংগ্রহ।
এই ম্যাচে পাকিস্তানের বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ ১৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। পুরুষদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ফাইনালে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার তিনি। এর আগে পাপুয়া নিউ গিনির নরম্যান ভানুয়া ২০১৯ সালে প্যাসিফিক গেমস ফাইনালে ১৭ রানে ৫ উইকেট তুলে নেন।
আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট নেওয়া তৃতীয় বোলার নাওয়াজ। এর আগে ২০২২ এশিয়া কাপে ভুবনেশ্বর কুমার ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্যাম কারেন আফগানদের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়েছিলেন।
পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে পুরুষদের টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন নওয়াজ। এর আগে ২০১৭ সালে ফাহিম আশরাফ এবং ২০১৯ সালে মোহাম্মদ হাসনাইন এই সংস্করণে হ্যাটট্রিকের দেখা পান। দুজনেই হ্যাটট্রিক করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। এছাড়া পুরুষদের টি-টোয়েন্টি ফাইনালে হ্যাটট্রিক করা তৃতীয় বোলার নওয়াজ।
শারজাহতে ফাইনালে ১৫টি উইকেট তুলে নিয়েছে স্পিনাররা। পুরুষদের টি-টোয়েন্টিতে যা যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। পাকিস্তানের স্পিনাররা তুলে নিয়েছেন ৯টি উইকেট, যা টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ।
শাহীন শাহ আফ্রিদি ২০টি উইকেট নিয়েছেন ইনিংসের প্রথম ওভারে, পুরুষদের টি-টোয়েন্টিতে প্রথম ওভারে যা সর্বোচ্চ ২২ উইকেট তুলে নিয়েছেন ওমানের বিলাল খান।
ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচেই প্রথম ব্যাটিং করা দলই জয়ী হয়েছে, যা একটি নতুন রেকর্ড। পুরুষদের টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে সব ম্যাচেই প্রথম ব্যাটিং করা দল জয়ী হয়েছে এবারই প্রথম।