কোন মশলায় চুল পড়া কমবে?

অনেকেই চুল পড়ার জন্য রুক্ষ আবহাওয়াকে দায়ী করেন। একইসঙ্গে কেউ আবার দাবি করতে পারেন, গরমকালে মাথা ঘামলেও চুল পড়ে। নারীদের আবার মাসিক হওয়ার আগে-পরেও চুল ঝরার পরিমাণ বেড়ে যায়। সুতরাং কারণ যা-ই হোক না কেন, চুল পড়া বন্ধ করাই আসল লক্ষ্য। তবে রূপবিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে এমন কিছু জিনিস রয়েছে, যা চুল পড়া রোধ করতে সাহায্য করতে পারে।রান্নাঘরে এমন কী কী থাকে?মেথিচুল ঝরা রুখতে মেথির...