গুলি ঠেকাতে আইফোন!
আইফোনের যাঁরা ভক্ত বা এই ঈদের মধ্যেই একখানা আইফোন মুঠোবন্দী করার ইচ্ছা রয়েছে, তাঁদের এই খবর না পড়াই ভালো। কারণ, এমন একটা বিষয় এখানে দেখানো হবে, অনেকেই সহ্য করতে পারবেন না।
আইফোনের হাজারটা সুবিধা রয়েছে। আরো একটা সুবিধা যোগ করা যায় কি না, সেটা নিয়ে গবেষণা করেছেন একদল ক্ষ্যাপাটে আইফোন-ভক্ত। তাঁরা দেখতে চেয়েছেন, বিপদের সময় আইফোন ব্যবহারকারীদের কোনো কাজে আসে কি না। গুলি খাওয়ার হাত থেকে বাঁচাতে আইফোন কাজে দেয় কি না, সেটা হাতে-কলমে পরীক্ষা করে দেখেছেন এসব গবেষক।
এভরিথিং অ্যাপল প্রো নামে একটি ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ করা হয়েছে সে পরীক্ষার একটি ভিডিও। এখানে সারি সারি আইফোন সাজিয়ে করা হয়েছে ‘গান ডেস্ট্রাকশন টেস্ট’।
ছয়টি আইফোনকে একই সারিতে দাঁড় করিয়ে রাশিয়ার একে-৪৭ থেকে গুলি চালিয়েছেন একজন। এর মধ্যে একটি আবার আইফোনের ডামি, একটি রেড বুলের ক্যান এবং একটি স্যামসাং স্মার্টফোন রয়েছে।
সুন্দর করে সাজিয়ে সোজা গুলি করে বসেছেন এক ব্যক্তি। এর পর কী হলো, সেটা নিজের চোখেই দেখে নিন। তবে একটি সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে : ঘরে বসে কেউ এটা করতে যাবেন না।