স্টিভ জবসের অপছন্দের অ্যাপল পেনসিল
অ্যাপল এবার এমন একটি পণ্য নিয়ে এলো বাজারে, যা কি না স্টিভ জবসের একেবারেই পছন্দ ছিল না। পণ্যটি হচ্ছে বিল্ডিং স্টাইলাস এবং প্রথমবারের মতো এটি জুড়ে দেওয়া হয়েছে আইপ্যাড প্রো-তে।
টাইমস অব ইন্ডিয়ার প্রযুক্তিবিষয়ক ব্লগ থেকে আরো জানা যায়, স্টিভ জবসের অন্যতম অপ্রিয় একটি পণ্য ছিল এই স্টাইলাস। এমনকি উনি একবার তাঁর বায়োগ্রাফার ওয়ালটার ইসাকসনকে বলেছিলেন, ‘যখন তোমার একটি স্টাইলাস থাকবে, বুঝতে হবে তোমার সময় শেষ।’
কিন্তু সময় গড়িয়েছে অনেক। গেল বুধবারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অ্যাপল ঘোষণা দিয়েই ফেলল, প্রথমবারের মতো এই টেক জায়ান্ট বাজারে আনছে স্টাইলাস। এর নাম দেওয়া হচ্ছে ‘অ্যাপল পেনসিল’।
অ্যাপল পেনসিলের মধ্যে কিছু চমৎকারী ব্যাপার-স্যাপারও রয়েছে। ব্যবহারকারী পেনসিলে কতটুক চাপ দিচ্ছেন, তার ওপর নির্ভর করে কাজ করবে অ্যাপল পেনসিল। এ ছাড়া আইপ্যাড প্রো-এর মধ্যেই রাখা হয়েছে এর চার্জিংয়ের ব্যবস্থা।
অ্যাপলের এক সাবেক ইঞ্জিনিয়ার ফাঁস করেছিলেন, অ্যাপল বেশ কিছু বছর ধরে বিভিন্ন ধরনের স্টাইলাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তাই এই বছর অ্যাপল পেনসিলের আগমনটি একেবারে অবধারিতই ছিল বলা চলে।
স্টিভ জবসের মৃত্যুর পর তাঁর বন্ধু টিম কুক অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর কখনোই তিনি তাঁর পূর্বসূরির কোনো বিশ্বাসের বিরুদ্ধে যেতে পিছপা হননি।
এমনকি বড় আইফোনের ব্যাপারেও স্টিভ জবসের ছিল প্রবল আপত্তি। কিন্তু টিম কুক ঠিকই বিশাল সাইজের আইফোন সিক্স ও সিক্স প্লাস নিয়ে হাজির হন গত বছরে। এমনকি মানুষজন স্বাগতও জানিয়েছে আইফোনের এই পরিবর্তনকে।
এবার দেখা যাক, অ্যাপল পেনসিল কতটুক হাসি ফোটাতে পারে টিম কুকের মুখে।