‘বিটা’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত : সভাপতি দিপু, সম্পাদক আরিয়ান

বাংলাদেশ ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের (বিটা) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির শিকদার (দিপু)। সাধারণ সম্পাদক হয়েছেন আরিয়ান খান। ১১২টি অনলাইন ট্রাভেল গ্রুপের অ্যাডমিনদের ভোটে কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে নাহিদুল আলম নীল, সহসাধারণ সম্পাদক পদে এমডি দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আতিফ আসলাম, কোষাধ্যক্ষ পদে বিজয় কুমার, ক্রীড়া ও আইন সম্পাদক পদে এ তৌফিক তমাল, দপ্তর সম্পাদক পদে রাজীব সোহেল ও প্রচার সম্পাদক পদে মিজানুর রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সব শ্রেণির মানুষকে সহজে ও কম খরচে ভ্রমণে উৎসাহিত করতে কাজ করা বিভিন্ন অনলাইন গ্রুপকে নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশ ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন।
ফেসবুকের মাধ্যমে দেশের ভ্রমণ জগৎকে প্রসারিত করা বেড়াই বাংলাদেশের প্রতিষ্ঠাতা মরহুম মাহমুদুল হাসান খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্বাচিত সভাপতি দিপু শিকদার বলেন, ‘দেশের পর্যটন খাতের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিটা) গঠিত হয় গত বছরের ৭ আগস্ট, যা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এবার কার্যকরী কমিটি গঠন করা হলো। নতুন কমিটির কাজ হবে বিদেশে বংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করা, যাতে করে বিদেশিরা আমাদের দেশে ঘুরতে আসতে উৎসাহিত হোন। এ ছাড়া পর্যটন অবকাঠামোগত উন্নয়নে সরকারের নানা ভূমিকা তুলে ধরা, পর্যটকদের সেবা প্রদান এবং ট্যুর অপারেটর বা গাইডদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা।’