সড়কপথে ১ লাখ কিলোমিটার ভ্রমণ বাংলাদেশের অপুর

ঘুরে বেড়াতে পছন্দ করেন অনেকেই। ভ্রমণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের পক্ষে মত দেন মনীষীরাও। আর ঘোরার নেশা থেকে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের ৬৮টি দেশে ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের তানভীর অপু। সেইসঙ্গে গড়েছেন নতুন রেকর্ড।
ঘরকুনো হিসেবে পরিচিতি আছে বাঙালির। তবে সেই বৃত্ত ভেঙে এগিয়ে আসছেন অনেকেই। তাঁদেরই একজন ভ্রামণিক তানভীর অপু। ৬৮টি দেশের ৭১৫টি শহর ঘোরা এই তরুণ এরই মধ্যে পাড়ি দিয়েছেন এক লাখ কিলোমিটার পথ।
বিশ্বকে একটি দেশ মনে করেন অপু। তিনি জানান, মানুষ দেশ ভাগ করেছে। সবার ভ্রমণ করা উচিত বলেও মত দেন তিনি। ভ্রমণ করলে বিভিন্ন দেশের মানুষের আচার-ব্যবহার, চাল-চলন, পোশাক-পরিচ্ছদ, রীতি-নীতি, সমাজ-সংস্কৃতি, ভাষা, শিক্ষা, শিল্পকলা ও জীবনধারণের পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় বলেও জানান তিনি।
তানভীর অপুর বাড়ি রাজশাহীতে। ২০০৬ সালে তিনি পড়াশোনার উদ্দেশে ইউরোপের দেশ ফিনল্যান্ডে পাড়ি জমান। এর পর নেশা চাপে শহর ঘুরে দেখার।
অপু প্রথম ভ্রমণে যান এস্তোনিয়ার রাজধানী তালিমে। সেই থেকে দীর্ঘ এক যুগে ভ্রমণ করেছেন পৃথিবীর ৬৮টি দেশের ৭১৫টি শহর। পৃথিবীর নানা দেশে পা রেখে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। যে দেশেই যান, লাল-সবুজের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানভীর অপু।
দেশে দেশে ঘুরে বেড়ানোর ছবিগুলো নিয়ে এরই মধ্যে চারটি প্রদর্শনী করেছেন। ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ করেছেন ‘যাত্রা হলো শুরু’ নামের একটি বইও।
বিভিন্ন দশ ভ্রমণ করে অজস্র গল্প জমিয়েছেন অপু। আর তাঁর লব্ধ অভিজ্ঞতা তিনি ভাগ করে নিতে চান সবার সঙ্গে। কিশোরদের ভ্রমণে উৎসাহিত করে তুলতে স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ভ্রমণের গল্প বলতে চান এই তরুণ।