শিশু পার্কে ঈদ আনন্দ

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। আর এই খুশি যেন শিশুদেরই বেশি। তাইতো রোদ ও গরম উপেক্ষা করে ইট কাঠের এই শহরে একটু নির্মল আনন্দ দিতে শিশুদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যান অভিভাবকেরা। আজ শনিবার ঈদের দ্বিতীয় দিনে আনন্দ উদযাপন করতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় দেখা গেছে।
ঈদে স্কুল ছুটি থাকায় লেখাপড়ার চাপ নেই, বাবা মার শাসন নেই। তাই এ আনন্দের কমতি নেই। ইচ্ছে মতো ঘুরে বেড়ানো, শখ পূরণ করার দিন ছিল যেন আজই।
বাবা মার হাত ধরে শিশুরা ঈদের খুশি উপভোগ করতে ভিড় জমায় শাহবাগে অবস্থিত শিশু পার্কে। শিশুরা বেছে নেয় তাদের পছন্দ মতো বেলুন, বাঘ-সিংহের মুখোশ। পার্কের ভেতরে বিভিন্ন রাইডে চড়ে তারা ঈদ আনন্দে ভাসতে থাকে। খেলনা ঘোড়া, অ্যারোপ্লেনে চড়ে উপভোগ করে আকাশে ওড়ার স্বপ্ন।
কথা হয় কয়েকটি শিশুর সঙ্গে। তারা জানায়, এখানে এসে তাদের খুব আনন্দ লাগছে। অনেক মজা করছে। বিভিন্ন রাইডে ওঠে অনেক ভালো লাগছে।
রোদ গরম উপেক্ষা করে তারা শিশু পার্কের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলে। স্কুল বন্ধের এই কটা দিন খুশি যেন তাদেরই।