কোন দেশগুলোতে বেশি ভ্রমণ?
বিমানবন্দরের লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে বলে মনে হচ্ছে? আপনাকে অনেক বেশি আগে হোটেল বুক করতে হচ্ছে?
তাহলে জেনে নিন কি কারণে আপনার সঙ্গে এমনটি হচ্ছে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) সম্প্রতি তাদের ২০২৪ সালের বার্ষিক পর্যালোচনা তথ্য প্রকাশ করেছে। যেখানে নিশ্চিত করা হয়েছে যে, কোভিড-১৯ মহামারী থেকে ঘুরে দাঁড়িয়েছে পর্যটন শিল্প।
গত বছর প্রায় ১.৪ বিলিয়ন মানুষ আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। যা ২০১৯ সালের ভ্রমণকারীদের থেকে ৯৯ শতাংশ বেশি। এর ফলে পর্যটন শিল্পে ১.৯ ট্রিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে, যার অর্থ পর্যটকরা গড়ে জনপ্রতি ১ হাজার ডলারেরও বেশি ব্যয় করেছেন।
কিন্তু এত মানুষ কোথায় গিয়েছে?
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) তথ্য অনুসারে, ২০২৪ সালে ৭৪৭ মিলিয়ন পর্যটক নিয়ে সামগ্রিকভাবে ইউরোপ ছিল সবচেয়ে বেশি পরিদর্শন করা মহাদেশ।
পর্যটন সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের কারণে ভ্রমণকারীদের এই অঞ্চলের কিছু অংশ থেকে দূরে রাখা হয়েছিল।
ফ্রান্সের পর্যটন বোর্ড থেকে সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে ফ্রান্স বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকারী দেশ ছিল, যেখানে ১০ কোটি পর্যটক ভ্রমণ করেছেন। এ ছাড়া ৯ কোটি ৮০ লক্ষ পর্যটক নিয়ে স্পেন দ্বিতীয় স্থানে রয়েছে।
দেশটির জাতীয় পর্যটন বিপণন বিভাগ আতাউত ফ্রান্স এক বিবৃতিতে জানিয়েছে, "২০২৪ সাল ছিল ফরাসি পর্যটনের জন্য একটি ব্যতিক্রমী বছর, ২০২৫ সালের জন্য আশাব্যঞ্জক সম্ভাবনা!"।
২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক, প্যারিসের ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রালের পুনরায় উদ্বোধন এবং নরম্যান্ডিতে ডি-ডে অভিযানের ৮০তম বার্ষিকী উপলক্ষে গত বছরে মানুষ ফ্রান্সে ভ্রমণ করেছেন।
এদিকে, ইউএনডব্লিউটিও রিপোর্টে জানানো হয়েছে, ২০২৪ সালে ৩১৬ মিলিয়ন মানুষ এশিয়া ও প্যাসিফিকে ভ্রমণ করেছেন। এ ছাড়া ২১৩ মিলিয়ন আমেরিকায়, ৯৫ মিলিয়ন মধ্যপ্রাচ্যে এবং ৭৪ মিলিয়ন আফ্রিকায় ভ্রমণ করেছেন। তবে অ্যান্টার্কটিকায় পর্যটনের কোনো তথ্য পাওয়া যায়নি।
ছোট দেশ, বড় অর্জন
প্রথাগত বৃহৎ পর্যটন গন্তব্যগুলোই শুধু নয়, ছোট দেশগুলোর পর্যটক সংখ্যাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
মধ্যপ্রাচ্যে কাতার পর্যটকদের ক্ষেত্রে চমকপ্রদ ১৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে দেশটির অবকাঠামোতে বিনিয়োগ। ২০২৪ সালে কাতার এয়ারওয়েজকে বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, আর দোহায় অবস্থিত হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়।
অন্যান্য ছোট দেশও গত বছর পর্যটনের ক্ষেত্রে বড় সাফল্য উদযাপন করেছে। যার মধ্যে রয়েছে ফ্রান্স-স্পেন সীমান্তে অবস্থিত মাইক্রোস্টেট অ্যান্ডোরা, ডোমিনিকান রিপাবলিক, কুয়েত, আলবেনিয়া এবং এল সালভাদর।
২০২৫ এবং সামনের দিকে নজর
বিশ্ব পর্যটন শুধু আগের উচ্চতায় ফিরছেই না, বরং তা ক্রমাগত ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ভ্রমণ করা দেশ স্পেন ২০২৪ সালে একাধিক বড় ধরনের পর্যটনবিরোধী আন্দোলনের সাক্ষী হয়েছে। এর মধ্যে ছিল বার্সেলোনায় পর্যটকদের দিকে জলকামান ছোঁড়া, সেভিলে প্রবেশ ফি আরোপের পরিকল্পনা এবং ক্যানারি দ্বীপপুঞ্জে ব্যাপক বিক্ষোভ।
ইতালিতে বছরে পর্যটক সংখ্যা ২৩ শতাংশ বেড়েছে। ভেনিস ও ফ্লোরেন্সের মতো জনপ্রিয় শহরগুলো বড় ট্যুর গ্রুপ নিষিদ্ধ করেছে। দেশের অন্যান্য অংশে ওভারট্যুরিজম প্রতিরোধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, যেমন রাতে সাঁতার নিষিদ্ধ, এলাকায় ভিড় বেশি হলে ‘স্টপলাইট’ সিগন্যাল এবং সৈকতের জায়গা সংরক্ষণের ওপর নিষেধাজ্ঞা।
ইউএনডব্লিউটিও'র বিশেষজ্ঞ প্যানেল তাদের বার্ষিক প্রতিবেদনে সতর্ক করেছে, “২০২৫ সালে বৃদ্ধি এবং স্থায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ হবে” এবং “অপরিচিত গন্তব্য আবিষ্কারের” পরামর্শ দিয়েছে।