অনুপ্রবেশকারীদের ভারতছাড়া করার সময়সীমা জানালেন অমিত শাহ (ভিডিওসহ)
ভারতজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) পরিচালনা করার সময়সীমা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি গতকাল সোমবার বলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগেই ভারত থেকে সব ‘অনুপ্রবেশকারীকে’ বিদায় করবে সরকার।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের আগে এক জনসভায় গতকাল সোমবার ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, ‘আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, ২০২৪ সালের ভোটের আগে সারা দেশে এনআরসি পরিচালনা করা হবে এবং সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বহিষ্কার করা হবে।’ সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
এনআরসির বিরোধিতা করছেন বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঝাড়খন্ডে দেওয়া ভাষণে কটাক্ষ করেন অমিত শাহ। তিনি জানতে চান, অনুপ্রবেশকারীদের মধ্যে রাহুল গান্ধীর ‘আত্মীয়স্বজন’ রয়েছেন কি না।
অমিত শাহ বলেন, ‘এই যে রাহুল বাবা বলতে থাকেন, এনআরসি কেন আনছ? অনুপ্রবেশকারীদের কেন তাড়াচ্ছ? (তারা) যাবে কোথায়, খাবে কী? কেন মশাই, (অনুপ্রবেশকারীরা) আপনার চাচাতো ভাই হয় নাকি? রাহুল বাবা যা খুশি বলুন না কেন, বন্ধুরা আমি আপনাদের বলছি, ২০২৪ সালের আগে দেশ থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে তাড়ানোর জন্য কাজ করবে বিজেপি সরকার।’
গত ৩১ আগস্ট আসামের চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশিত হয়। সে তালিকা থেকে বাদ পড়ে ১৯ লাখ বাসিন্দার নাম। রাজ্যের বিদেশি ট্রাইব্যুনালের কাছে তালিকা থেকে বাদ যাওয়া ব্যক্তিরা আবেদন করতে পারবেন। কিন্তু এরই মধ্যে আসামে এনআরসি প্রক্রিয়া নতুন করে শুরু করার দাবি জানিয়েছে বিজেপি। এ ছাড়া গত সপ্তাহে সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘এই এনআরসি গ্রহণযোগ্য নয়।’