আগামীকাল মহারাষ্ট্রে আস্থা ভোট, করতে হবে সরাসরি সম্প্রচার

আগামীকাল বুধবার ভারতের মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে আদালত জানিয়েছেন, আস্থা ভোটে যেন গোপনীয়তা না থাকে তা নিশ্চিত করতে গোপন ব্যালটে ভোট নেওয়া যাবে না। ভোটাভুটি লাইভ টেলিকাস্ট (সরাসরি সম্প্রচার) করতে হবে।
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এনভি রামান্না, বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, বুধবার বিকেল ৫টায় বিধায়কদের শপথ গ্রহণের পরই আস্থা ভোট আয়োজন করতে হবে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজ এসব তথ্য জানিয়েছে।
ভারতের শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যেই দেবেন্দ্র ফড়নবিশ সরকারকে মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
নানা নাটকীয়তার পর মহারাষ্ট্রে গত শনিবার শপথ নেয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকার। রাজের মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ, আর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ার। এ ঘটনায় ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। শনিবারই বিজেপির সরকার গঠনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন করে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি। আজ বুধবার সে মামলার রায় দিলেন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ।